হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রচণ্ড তাপপ্রবাহ থেকে রক্ষায় বৃষ্টি চেয়ে রাজশাহীতে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। আজ বৃহস্পতিবার সকালে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামের বাইরের অংশে এই নামাজ আদায় করেন মুসল্লিরা।

নামাজে ইমামতি করেন মাওলানা আবুল কাশেম ফারুকী। পরে তিনি খুতবা দেন। খুতবায় প্রচণ্ড গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেন। আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা নামাজে অংশ নেন। নামাজের শুরুতে ইমাম মুসল্লিদের উদ্দেশে নিয়মকানুন বলেন। পরে মুসল্লিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করেন।

এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া করা হয়।

নামাজ আদায় শেষে মাওলানা আবুল কাশেম ফারুকী বলেন, ‘কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (স.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইস্তিসকার নামাজ আদায় করতেন।’ সে জন্য তাঁরা মহান আল্লাহর কাছে পাপের জন্য তওবা করে ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী