হোম > সারা দেশ > রাজশাহী

উল্লাপাড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আজ শুক্রবার বেলা ২টার দিকে উল্লাপাড়া রেলস্টেশন থেকে ১০০ গজ দূরে এই ঘটনা ঘটে। এতে বিপাকে পড়েছেন বিভিন্ন ট্রেনের যাত্রীরা। 

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘মালবাহী ট্রেন লাইন পরিবর্তন করার সময় দুটি বগি লাইন থেকে সরে গেছে। এতে উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারের চেষ্টা চলছে।’ 

খুলনা থেকে আসা চিত্রা এক্সপ্রেসের যাত্রী বিথি ও তিথি জানান, তাঁরা ঢাকায় যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় তাঁরা ভোগান্তিতে পড়েন। তাঁরা জানেন না কখন এই লাইন সচল করা হবে। 

উল্লাপাড়া রেলস্টেশন মাস্টার ফেরদৌস হাসান বলেন, মালবাহী ট্রেনের দুটি বগি চারটি লাইনের প্রথমস্থল থেকে লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের সবগুলো ট্রেনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগকে জানানো হয়েছে। বগি উদ্ধার হলেই যোগাযোগ সচল হবে।’ 

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন। তিনি লাইনচ্যুত বগি দ্রুত উদ্ধারে পদক্ষেপ নিচ্ছেন।

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার