সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আজ শুক্রবার বেলা ২টার দিকে উল্লাপাড়া রেলস্টেশন থেকে ১০০ গজ দূরে এই ঘটনা ঘটে। এতে বিপাকে পড়েছেন বিভিন্ন ট্রেনের যাত্রীরা।
পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘মালবাহী ট্রেন লাইন পরিবর্তন করার সময় দুটি বগি লাইন থেকে সরে গেছে। এতে উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারের চেষ্টা চলছে।’
খুলনা থেকে আসা চিত্রা এক্সপ্রেসের যাত্রী বিথি ও তিথি জানান, তাঁরা ঢাকায় যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় তাঁরা ভোগান্তিতে পড়েন। তাঁরা জানেন না কখন এই লাইন সচল করা হবে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন। তিনি লাইনচ্যুত বগি দ্রুত উদ্ধারে পদক্ষেপ নিচ্ছেন।