হোম > সারা দেশ > রাজশাহী

উল্লাপাড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আজ শুক্রবার বেলা ২টার দিকে উল্লাপাড়া রেলস্টেশন থেকে ১০০ গজ দূরে এই ঘটনা ঘটে। এতে বিপাকে পড়েছেন বিভিন্ন ট্রেনের যাত্রীরা। 

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘মালবাহী ট্রেন লাইন পরিবর্তন করার সময় দুটি বগি লাইন থেকে সরে গেছে। এতে উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারের চেষ্টা চলছে।’ 

খুলনা থেকে আসা চিত্রা এক্সপ্রেসের যাত্রী বিথি ও তিথি জানান, তাঁরা ঢাকায় যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় তাঁরা ভোগান্তিতে পড়েন। তাঁরা জানেন না কখন এই লাইন সচল করা হবে। 

উল্লাপাড়া রেলস্টেশন মাস্টার ফেরদৌস হাসান বলেন, মালবাহী ট্রেনের দুটি বগি চারটি লাইনের প্রথমস্থল থেকে লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের সবগুলো ট্রেনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগকে জানানো হয়েছে। বগি উদ্ধার হলেই যোগাযোগ সচল হবে।’ 

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন। তিনি লাইনচ্যুত বগি দ্রুত উদ্ধারে পদক্ষেপ নিচ্ছেন।

রামেকে মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড চালু

৬৭ বছর পর রামেক হাসপাতালে মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড

মৎস্যজীবী পরিচয়ে পুকুর ইজারা যুবলীগ নেতার

সেলিম রেজার মনোনয়নে কনকচাঁপার ‘আলহামদুলিল্লাহ’

কণ্ঠশিল্পী কনকচাঁপা বাদ, বিএনপির মনোনয়ন পেলেন সেলিম

ঈশ্বরদীর মা কুকুরকে দেওয়া হলো দুই ছানা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে বরখাস্ত, পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার

রাজশাহীতে ট্রাকচাপায় শিশু নিহত, মহাসড়ক অবরোধ

রাজশাহীর রাজবাড়ি ভাঙার কাজ বন্ধ করল প্রশাসন

সাংবাদিকদের তালাবদ্ধ রাখার হুমকি দেওয়া যুবশক্তির দুই নেতাকে অব্যাহতি