হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় আ.লীগ নেতা আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার দুপুরে সোনামসজিদ বিজিবি ক্যাম্পের সদস্যরা তাঁকে আটক করেন। 

আটক ওই নেতার নাম মোহাম্মদ ওমর ফারুক (৪৩)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পৌর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক ও সুলতানগঞ্জ-জাহানাবাদ গ্রামের মৃত সায়েদ আলির ছেলে। এ সময় তাঁর কাছ থেকে সাড়ে ২৮ হাজার টাকা, একটি ডেবিট কার্ড জব্দ করা হয়। 

আজ বিকেলে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, ৫ আগস্ট থেকে বোনের বাড়িতে পালিয়ে ছিল ওমর ফারুক। গা ঢাকা দেওয়ার জন্য ভারতে পালানোর চেষ্টা করছিল। আজ দুপুরে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) দায়িত্বপূর্ণ সোনামসজিদ সীমান্ত এলাকার মেইন পিলার ১৮৬–এর কাছ দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করার সময় তাঁকে আটক করা হয়। পরে তাঁকে আটক করে শিবগঞ্জ থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড