হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় বাঙালি নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার 

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দিতে বাঙালি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ যুবক রাকিবুল হাসান রাকিবের (২২) লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীর তলদেশে বালুর নিচে চাপা পড়ে থাকা লাশ উদ্ধার করে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের গনকপাড়া এলাকায় বাঙালি নদীতে গোসলে নেমে রাকিব নামের ওই ছাত্র নিখোঁজ হন।

রাকিব গাবতলী উপজেলার তেলিহাটা পাচানীপাড়া গ্রামের সৌদিপ্রবাসী টুটুল মোল্লার ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষের ছাত্র।

নারচী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য তরিকুল বলেন, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে পাঁচজন ছাত্র বেড়াতে এসে বাঙালি নদীতে গোসল করতে নামেন। তাঁরা নদীর এপার থেকে সাঁতরে ওপারে যায়। আবারও সাঁতার কেটে ফেরার সময় মাঝ নদীতে পাঁচজনই ডুবে যায়। স্থানীয়রা চারজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে তীরে আনলেও রাকিব নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ১০টা পর্যন্ত নদীতে তল্লাশি করে রাকিবের সন্ধান পাননি।

সারিয়াকান্দি থানার ওসি বলেন, আজ মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি করে লাশ উদ্ধার করে। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার