হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে লাইন ভাঙা, পৌনে এক ঘণ্টা পর সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

বাঘার আড়ানী রেলব্রিজের পশ্চিমে বাগমারীতে রেললাইন ভাঙা থাকায় সারা দেশের সঙ্গে রাজশাহীর পৌনে এক ঘণ্টার মতো ট্রেন চলাচল বন্ধ ছিল। রেললাইন মেরামতের পর পুনরায় চলাচল স্বাভাবিক হয়। আজ সোমবার সকালে রেললাইন ভাঙা থাকার বিষয়টি নজরে আসে। এ কারণে সকাল ৮টা ৫২ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিট পর্যন্ত রেল চলাচল বন্ধ ছিল। আড়ানী স্টেশনমাস্টার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

রেলওয়ে সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে সিল্কসিটি এক্সপ্রেস ছেড়ে যায়। এ সময় রেললাইন চেক করতে গিয়ে খালাসি মিলন হোসেন লাইন ভাঙা দেখতে পান। পরে তিনি লাল নিশান টানিয়ে ভাঙা জায়গাটির আগেই ট্রেনটি থামিয়ে দেন। ঈশ্বরদী থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটিও আড়ানী স্টেশনে দাঁড়িয়ে ছিল। এরপর রেললাইন মেরামতের পর সারা দেশের সঙ্গে রাজশাহী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিকভাবে শুরু করে। 

আড়ানী স্টেশনমাস্টার মোশাররফ হোসেন বলেন, সকাল ৮টা ৫২ মিনিটে আড়ানী স্টেশন ক্রস করার কথা ছিল সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটির। কিন্তু বড়াল নদে নির্মিত রেলব্রিজের পশ্চিমে রেললাইন ভাঙার কারণে স্টেশনের অদূরে রেললাইনে কাজ করা খালাসিরা নিশান উড়িয়ে ট্রেন থামিয়ে দেন। মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার