হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে লাইন ভাঙা, পৌনে এক ঘণ্টা পর সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

বাঘার আড়ানী রেলব্রিজের পশ্চিমে বাগমারীতে রেললাইন ভাঙা থাকায় সারা দেশের সঙ্গে রাজশাহীর পৌনে এক ঘণ্টার মতো ট্রেন চলাচল বন্ধ ছিল। রেললাইন মেরামতের পর পুনরায় চলাচল স্বাভাবিক হয়। আজ সোমবার সকালে রেললাইন ভাঙা থাকার বিষয়টি নজরে আসে। এ কারণে সকাল ৮টা ৫২ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিট পর্যন্ত রেল চলাচল বন্ধ ছিল। আড়ানী স্টেশনমাস্টার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

রেলওয়ে সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে সিল্কসিটি এক্সপ্রেস ছেড়ে যায়। এ সময় রেললাইন চেক করতে গিয়ে খালাসি মিলন হোসেন লাইন ভাঙা দেখতে পান। পরে তিনি লাল নিশান টানিয়ে ভাঙা জায়গাটির আগেই ট্রেনটি থামিয়ে দেন। ঈশ্বরদী থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটিও আড়ানী স্টেশনে দাঁড়িয়ে ছিল। এরপর রেললাইন মেরামতের পর সারা দেশের সঙ্গে রাজশাহী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিকভাবে শুরু করে। 

আড়ানী স্টেশনমাস্টার মোশাররফ হোসেন বলেন, সকাল ৮টা ৫২ মিনিটে আড়ানী স্টেশন ক্রস করার কথা ছিল সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটির। কিন্তু বড়াল নদে নির্মিত রেলব্রিজের পশ্চিমে রেললাইন ভাঙার কারণে স্টেশনের অদূরে রেললাইনে কাজ করা খালাসিরা নিশান উড়িয়ে ট্রেন থামিয়ে দেন। মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী