হোম > সারা দেশ > রাজশাহী

রাণীনগরে উদ্বোধন করা হলো পাখি পল্লী ও পর্যটন কেন্দ্র

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 

পাখিপল্লির উদ্বোধন করা হয়। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর রাণীনগর উপজেলার রক্তদহ বিলে পাখিপল্লি, পর্যটনকেন্দ্র ও মৎস্য অভয়াশ্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

সংশ্লিষ্টরা বলছেন, পর্যটনকেন্দ্র ঘিরে একদিকে যেমন দেশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীর আগমন ঘটবে, অন্যদিকে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এই এলাকায় অর্থনীতির নতুন মাত্রা যোগ হবে।

উপজেলা প্রশাসন সূত্র জানা গেছে, রাণীনগরের ঐতিহাসিক রক্তদহ বিল থেকে রতনডারা নামক খাল বের হয়ে বিলের দক্ষিণ অংশে রাণীনগর-আবাদপুকুর সড়কের হাতিরপুল দিয়ে আত্রাই নদে মিলিত হয়েছে। এই রক্তদহ বিলে এবং খালে বছরের বেশির ভাগ সময়েই পানি থাকে। ফলে শীত মৌসুমে অতিথি পাখিদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।

এ ছাড়া বছরজুড়েই এই বিলে মাছ থাকে। কিন্তু সচেতনতার অভাবে এবং নজরদারি না থাকায় শিকারিদের কারণে পাখি ও মাছ নিধন হয়। এ ছাড়া বর্ষা মৌসুমে ঐতিহ্যবাহী হাতিরপুলকে কেন্দ্র করে এবং রক্তদহ বিল দেখতে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা নৌকা ভ্রমণে আসেন এই এলাকায়।

এ বিষয়ে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন বলেন, হাতিরপুল এলাকাটি পর্যটকদের আকর্ষণ করে। বর্ষা মৌসুমে রক্তদহ বিলের এই অঞ্চল যখন পানিতে ভরে যায়, তখন আকর্ষণীয় হয়ে ওঠে। বিশেষ করে নৌকা ভ্রমণের জন্য হাজারো পর্যটক আসেন। তাই দর্শনার্থীদের বিনোদন দেওয়ার লক্ষ্যে জেলা প্রশাসকের নির্দেশনায় বিলের হাতিরপুল এলাকা পাখিপল্লি, মৎস্য অভয়াশ্রম ও পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে।

মৎস্যজীবী পরিচয়ে পুকুর ইজারা যুবলীগ নেতার

সেলিম রেজার মনোনয়নে কনকচাঁপার ‘আলহামদুলিল্লাহ’

কণ্ঠশিল্পী কনকচাঁপা বাদ, বিএনপির মনোনয়ন পেলেন সেলিম

ঈশ্বরদীর মা কুকুরকে দেওয়া হলো দুই ছানা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে বরখাস্ত, পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার

রাজশাহীতে ট্রাকচাপায় শিশু নিহত, মহাসড়ক অবরোধ

রাজশাহীর রাজবাড়ি ভাঙার কাজ বন্ধ করল প্রশাসন

সাংবাদিকদের তালাবদ্ধ রাখার হুমকি দেওয়া যুবশক্তির দুই নেতাকে অব্যাহতি

রাজশাহীর ১১ পয়েন্টে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল

রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া হলো রাজবাড়ী