রাজশাহীতে দেড় মণ গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পিকআপে করে গাঁজা বহনের সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহীর একটি দল আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী জুটমিলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার দুজন হলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বলদিটারী মাস্টারপাড়া গ্রামের আবু হোসেন (৩২) ও আহসান হাবিব (১৮)। তাঁদের পিকআপ থেকে ৬০ কেজি গাঁজা জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহীর উপপরিচালক জিল্লুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মাদক চোরাচালানের কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে। এ ব্যাপারে দুজনের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।’