হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে গলা কেটে খুন

বগুড়া প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার দুপচাঁচিয়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমণ্ডপ গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ওই গ্রামের মৃত পানা উল্লাহ প্রামাণিকের ছেলে অবসরপ্রাপ্ত মাদ্রাসাশিক্ষক আফতাব হোসেন (৭০) ও তাঁর সৌদিপ্রবাসী ছেলে শাহজাহানের স্ত্রী রিভা বেগম (২৮)।

বুধবার সকালে ৭ বছর বয়সী নাতনি মালিহা ঘুম ভেঙে পাশেই হাত বাঁধা অবস্থায় মায়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। প্রতিবেশীরা গিয়ে পুলিশে খবর দেয়। পরে বাড়ির বাইরে শোয়ার ঘরের পাশে আফতাব হোসেনের মরদেহও একইভাবে পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্বজনেরা জানান, অবসরপ্রাপ্ত মাদ্রাসাশিক্ষক আফতাব হোসেনের দুই ছেলে এবং দুই মেয়ে। দুই ছেলের মধ্যে বড় ছেলে শাহজাহান আট বছর আগে সৌদি আরবে চলে যান। তাঁর স্ত্রী রিভা এক ছেলে নীরব ও কন্যা মালিহাকে নিয়ে শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। আফতাব হোসেনের ছোট ছেলে ঢাকায় বসবাস করেন।

আফতাব হোসেন মঙ্গলবার রাতে বাড়িতে তার ঘরে এবং পুত্রবধূ তাঁর ৭ বছর বয়সী মেয়ে মালিহাকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে মালিহা তার পাশে হাত বাঁধা এবং গলায় ফাঁস অবস্থায় তার মাকে পড়ে থাকতে দেখে পাশের বাড়ির লোকজনকে খবর দেয়। পরে এলাকাবাসী এসে ঘরের বাইরে রিভার শ্বশুর আফতাব হোসেনকেও হাত বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় পড়ে থাকতে দেখে। দুজনকে মৃত দেখার পর তারা পুলিশকে খবর দেয়।

বুধবার সকালে গৃহবধূ রিভার ঘরে ঢুকে দেখা গেছে, ওই ঘরের আসবাবপত্র তছনছ করা হয়েছে। স্বজনেরা জানিয়েছেন, দুর্বৃত্তরা কয়েক লাখ টাকার মালামাল লুট করেছে। তবে হত্যাকাণ্ডের কোনো কারণ তাৎক্ষণিকভাবে তারা জানাতে পারেননি। অবশ্য স্বজনদের কেউ কেউ বলছেন, আফতাব হোসেনের সঙ্গে জমিজমা নিয়ে এলাকাবাসীর বিরোধ চলে আসছিল।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতা, পারিবারিক বিরোধ কিংবা ডাকাতি, সম্ভাব্য সব দিক বিবেচনায় তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী