রাজশাহীর পুঠিয়ায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাপায় ইসলাম আলী (৬৫) নামের এক বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বিড়ালদহ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসলাম আলী উপজেলার বানেশ্বর ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী জুলফিকার রহমান ভুট্টা বলেন, সন্ধ্যার দিকে ওই বৃদ্ধ রাস্তা পার হচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস (দেশ ট্রাভেলস) তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে পরিবারের লোকজন এসে লাশ বাড়ি নিয়ে যান।
এ ব্যাপারে পবা হাইওয়ে থানার (শিবপুর হাট) ওসি মোফাখ্খারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার পর তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে নিহতের পরিবারের লোকজন লাশ নিয়ে চলে গেছে। বিষয়টি খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’