হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে প্রথমবার জিরা চাষ শুরু করলেন পলাশ

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

জিরার বীজ রোপণের জন্য শ্রমিকদের দিয়ে জমি প্রস্তুত করা হচ্ছে। উপজেলার বাজার ভদ্রঘাট এলাকায়। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কামারখন্দে প্রথমবারের মতো ভারতীয় বারি-১ জাতের জিরার আবাদ শুরু করেছেন বিরল বৃক্ষ ও নবান্ন কৃষি খামারের উদ্যোক্তা ও জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত মো. মাহবুবুল ইসলাম পলাশ। নিজ গ্রামের উপজেলার বাজার ভদ্রঘাট এলাকায় ১০ শতাংশ ফসলি জমিতে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো ৪০০ গ্রাম জিরার বীজ রোপণ করেছেন তিনি।

আজ মঙ্গলবার সকালে মাহবুবুর ইসলাম পলাশ আজকের পত্রিকা বলেন, বগুড়ার মসলা গবেষণা থেকে ২ হাজার টাকায় ৪০০ গ্রাম জিরার বীজ সংগ্রহ করে গতকাল সোমবার বিকেলে ১০ শতাংশ জমিতে রোপণ করেছি। ঘরে তুলতে প্রায় ১১০ দিনের মতো সময় লাগে। আশা করছি ফলন ভালো হলে প্রায় ২০ কেজি জিরা হবে। প্রতি কেজি জিরার বীজ ৮ হাজার টাকা দরে বিক্রি করলে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা মতো বিক্রি করা যাবে।

তিনি আরও বলেন, জিরার চাষে সফল হলে কামারখন্দ উপজেলার কৃষকদের সুলভ মূল্যে বীজ দেওয়ার চেষ্টা করব। কামারখন্দ উপজেলার কৃষকেরা জিরার চাষে আগ্রহী করতে পরামর্শসহ সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব যাতে উপজেলার কৃষকেরা জিরা চাষ করে লাভবান হয়। জিরার চাষের জন্য বালু-দোয়াশ মাটির উচ্চ স্থানে চাষ করলে ভালো হয়।

কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মণ জানান, তিনি জিরা চাষের পরামর্শের জন্য এসেছিলেন। পরে তাকে বগুড়া মসলা গবেষণা থেকে জিরার বীজ সংগ্রহ করার পরামর্শ দিয়েছি। যেহেতু সে জিরা চাষ শুরু করেছে তাকে আমরা কারিগরি সব ধরনের পরামর্শ দিয়ে পাশে থাকব।

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী