হোম > সারা দেশ > পটুয়াখালী

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: এখনো নিখোঁজ ৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

উদ্ধার জেলেদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে ২০ জেলেসহ এফবি মায়ের দোয়া নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। আজ বুধবার ভোরে বঙ্গোপসাগরের শেষ বয়ার (পথনির্দেশক) প্রায় ৯০ কিলোমিটার গভীরে উত্তাল ঢেউয়ের তাণ্ডবে এ দুর্ঘটনা ঘটে।

আজ দুপুরে বঙ্গোপসাগরের পাইপ বয়াসংলগ্ন এলাকা থেকে একটি মাছ ধরার ডিঙি নৌকা ডুবে যাওয়া ট্রলারের ১৩ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। পরে বিকেল ৫টার দিকে একই স্থান থেকে আরও একজনকে উদ্ধার করা হয়। এর আগে সকালে পায়রা বন্দরের ২০ কিলোমিটার গভীর সমুদ্র থেকে অপর একটি মাছ ধরার ট্রলার একজন জেলেকে উদ্ধার করে।

এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ জেলে। তাঁরা হলেন আবু তাহের (৫৫), কামাল (৩৫), রিয়াজ উদ্দিন (২২), সোহাগ (২০) ও শাহাবুদ্দিন (৪৫। উদ্ধার ও নিখোঁজ জেলেরা সবাই চট্টগ্রামের বাঁশখালী এলাকার বাসিন্দা। উদ্ধার জেলেদের মধ্যে গুরুতর আহতদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধার হওয়া জেলেরা জানান, গত শনিবার বাঁশখালী থেকে তাঁরা ট্রলারটি নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। ট্রলারটি ডুবে যাওয়ার পর প্লাস্টিকের পানির ড্রাম ধরে তাঁরা সমুদ্রে দুই দিন ভেসে ছিলেন। পরে তাঁদের উদ্ধার করা হয়।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্ট গার্ডকে অবহিত করা হবে।

যাত্রীবাহী বাস থেকে সাড়ে ১২ মণ শাপলাপাতা মাছ জব্দ

ভালো নেই দশমিনার নৌকা তৈরির কারিগরেরা

কারখানা নদীর ভয়াল থাবায় বাউফলে হাজারো পরিবারের আর্তনাদ

শখের মাশরুম চাষ থেকে বাণিজ্যিক সাফল্য বাউফলের মিলনের

জামায়াতের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি: আলতাফ

পবিপ্রবিতে ‘স্বৈরাচারের ফাঁসি’ উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট

পটুয়াখালী-২ আসনে গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থীর মৃত্যু

পটুয়াখালী-৩ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন নুর

নিজ ঘরে দম্পতির ঝুলন্ত লাশ, চিরকুটে ‘একসঙ্গে কবর দেওয়ার’ অনুরোধ

পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগের চেষ্টা