কুয়াকাটায় পুকুরের পানিতে ডুবে ওবায়দুল্লাহ নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কুয়াকাটা এলাকার দোভাষীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি দোভাষীপাড়া গ্রামের মো. ইব্রাহিম মুসুল্লীর ছেলে।
নিহতের চাচা রাসেল জানান, ঘূর্ণিঝড় পরবর্তী সকালে পরিবারের সকলে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ে। এ সময় শিশুটি সবার অগোচরে ঘরের বাইরে গেলে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে দুপুরের দিকে বাড়ির পুকুরে তার মরদেহ ভেসে উঠলে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের ডা. হাসিবুল ইসলাম নাহিদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।