হোম > সারা দেশ > পটুয়াখালী

স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাঁটি, ঘরে মিলল যুবকের লাশ

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 

প্রতীকী ছবি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর ঘরের মধ্যে মো. সোহাগ মৃধা (৩০) নামে এক যুবকের লাশ মিলেছে। আজ সোমবার সকাল ৯টা ৩০ মিনিটের সময় উপজেলার দশমিনা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃধা বাড়িতে এই ঘটনা ঘটে।

মৃত সোহাগ মৃধা উপজেলা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজিরহাট এলাকার মৃধাবাড়ির সেলিম মৃধার ছোট ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে সোহাগ মৃধার সঙ্গে তাঁর স্ত্রী ফারজানা আক্তারের সঙ্গে ঝগড়া হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে ফারজানাকে ঘর থেকে বের করে দেন তিনি। ঘরের কিছু আসবাব ভাঙচুর করেন। একপর্যায়ে পরিবারে লোকজন ও স্থানীয়রা ঘরের দরজা ভেঙে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে। তাঁর বড় ভাই ও স্থানীয়রা তাঁকে দশমিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মইনুল হোসেন আজকের পত্রিকাকে জানান, সোহাগ মৃধা নামের এক ব্যক্তিকে জরুরি বিভাগে আনা হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান তিনি। পরে থানা-পুলিশ এসে মরদেহ থানায় নিয়ে যায়।

সোহাগ মৃধার বড় ভাই পলু আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বাজারে ছিলাম। শুনছি বাসায় ছোট ভাই ও তার স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। ছোট ভাইয়ের দরজা আটকিয়ে ঘরের মধ্যে অবস্থানের বিষয়ে লোকজন ফোনে আমাকে জানালে আমি দৌড়ে গিয়ে ডাকাডাকি করি। কোনো শব্দ না পেয়ে দরজা ভেঙে প্রবেশ করে ভাইকে ঝুলন্ত অবস্থায় পাই। আমিসহ এলাকার লোকজন উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার বলেন সে মারা গেছে।’ দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম আজকের পত্রিকাকে জানান, ঘটনা বিষয় জানার পর হাসপাতাল থেকে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী