হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

সিসিটিভি ফুটেজে শিশু আব্দুর রহমানকে চুরি করে নেওয়ার দৃশ্য। ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া দুই মাস সাত দিন বয়সী শিশু আব্দুর রহমানকে উদ্ধার করেছে র‍্যাব-১১। এ ঘটনায় সাজমুন নাহার (৪০) নামের এক নারীকে হেফাজতে নেওয়া হয়েছে।

গতকাল শনিবার রাতে বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের বেচার দোকান সংলগ্ন হোসেন আলী টেন্ডলের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ সিপিসি ৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। চুরি হওয়া নবজাতকের মায়ের নাম জান্নাতুল ফেরদৌস (১৯)। তিনি উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের চৌকিদার বাড়ির লিটন মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, জান্নাতুল দুই মাস সাত দিনের নবজাতক আব্দুর রহমান ও তাঁর মা তাজনাহার বেগমের সঙ্গে ডাক্তার দেখাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাজনাহার বেগম চক্ষু বিভাগে ডাক্তার দেখাতে গেলে জান্নাতুল ফেরদৌস টিকিট কাটার জন্য শিশু সন্তানকে নিয়ে সিরিয়ালে দাঁড়ায়। ওই সময় ৪৫ বছর বয়সী কালো বোরকা পরা এক একজন অপরিচিত নারী (তাঁর সঙ্গে ৬-৭ বছরের একটি মেয়ে ছিল) জান্নাতুলের কাছ থেকে বাচ্চাটি কোলে নিয়ে তাঁকে টিকিট কাটার জন্য বলেন।

জান্নাতুল তাঁর শিশুটিকে ওই নারীর কোলে দিয়ে টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ান। টিকিট কাটা শেষে তিনি ওই নারীসহ তাঁর সন্তানকে না দেখে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে বিষয়টি থানা-পুলিশকে জানান।

কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজমুন নাহার স্বীকার করেছেন তার ওরশজাতজাত সন্তানটি প্রতিবন্ধী হওয়ায় তিনি আব্দুর রহমানকে চুরি করেছেন। আব্দুর রহমানকে তিনি নিজের সন্তান হিসেবে লালন পালন করার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান

ঠান্ডাজনিত রোগে সাত দিনে পাঁচ শিশুর মৃত্যু

নোয়াখালীতে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা, নিহত ১