হোম > সারা দেশ > নোয়াখালী

চাটখিলে দুর্বৃত্তদের ফেলে যাওয়া ৫ পেট্রল বোমা উদ্ধার 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে দুর্বৃত্তদের ফেলে যাওয়া পাঁচটি পেট্রল বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার চাটখিল বাজারসংলগ্ন সোনাইমুড়ী-রামগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। এর আগে কয়েকটি পেট্রল বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। 

চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস পেট্রল বোমা উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। 

পুলিশ জানায়, গতকাল রাতে চাটখিল পৌরসভার সামনের সোনাইমুড়ী-রামগঞ্জ সড়কে অজ্ঞাতনামা ২৫-৩০ জন দুষ্কৃতকারী কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় জনমনে আতঙ্ক বিরাজ করে। খবর পেয়ে চাটখিল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। এ সময় সড়কে পড়ে থাকা ব্যাগ থেকে পাঁচটি পেট্রল বোমা জব্দ করা হয়। 

সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস বলেন, ‘হঠাৎ করে সড়কের ওপর এসে কয়েকজন দুর্বৃত্ত নারায়ে তাকবির আল্লাহু আকবার ও জিয়ার সৈনিক এক হও বলে বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটায়। জনমনে আতঙ্ক সৃষ্টি করতে তারা এ কাজ করে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পাঁচটি পেট্রল বোমা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হবে।’

নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে যুবক নিহত

নোয়াখালীতে পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, বিক্ষোভ

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ