হোম > সারা দেশ > নেত্রকোণা

এসএসসি পরীক্ষায় ছেলে পেল জিপিএ ৪.৮৬, বাবা পেলেন ৫ 

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে মাধ্যমিক পরীক্ষায় (এসএসসি) অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে বাবা–ছেলে। আজ সোমবার ফল প্রকাশের পর দেখা যায় সাবেক ইউপি সদস্য এখলাছ উদ্দিন পেয়েছেন জিপিএ ৫ ও তাঁর ছেলে পেয়েছে জিপিএ ৪.৮৬। তারা দুজনই কারিগরী শাখা থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। 

এখলাস উদ্দিন নয়ন (৪৫) উপজেলার ২ নম্বর গৌরীপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া মগরাইল আদর্শ কারিগরি ইনস্টিটিউট থেকে এবং ছেলে রাকিবুল হাসান রায়হান গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। 

এ বিষয়ে এখলাস উদ্দিন নয়ন বলেন, ‘১৯৯৬ সালে আমি এসএসসি পরীক্ষার্থী ছিলাম। সেবার অসুস্থতার কারণে পরীক্ষা দিতে পারিনি। ছেলে–মেয়েরা লেখাপড়া করছে। আমার স্ত্রীও এসএসসি পাস। তাই আমি লেখাপড়া করার সিদ্ধান্ত নেই। এ বছর এসএসসি পাস করেছি। এই বছরই কলেজে ভর্তি হব।’ 

বাবার সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছে ছেলে রাকিবুল হাসান রায়হান। সে বলছে, ‘লেখাপড়ার কোনো বয়স নাই। বাবার সঙ্গে এসএসসি পাস করে আমি গর্ব বোধ করছি। আপনারা দোয়া করবেন আমি যেন একজন প্রকৌশলী হতে পারি।’ 

এ বিষয়ে মগরাইল আদর্শ কারিগরি ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল কাইয়ুম বলেন, ‘নয়ন আমার প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থী। সে এই বছর জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করায় আমরা গর্বিত।’ 

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বলেন, ‘এ ধরনের উদাহরণ সমাজের জন্য খুবই ইতিবাচক। তাঁর এই সফলতা নতুন প্রজন্মকে উদ্দীপ্ত করবে। আমরা তাঁর সাফল্যকে অভিনন্দন জানাই।’ 

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা, বয়কট মুক্তিযোদ্ধাদের

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই লাপাত্তা

মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, প্রতিকার চাইলেন পুলিশ সুপারের কাছে

কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি, চার ভাটাকে জরিমানা

মোহনগঞ্জে এক গ্রাম থেকে তিন এমপি প্রার্থী

উদীচী ট্র্যাজেডি দিবসে ৩ মিনিট স্তব্ধ নেত্রকোনা

কৃষকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে, তদন্তে কমিটি

সহকারী শিক্ষকেরা কর্মবিরতিতে: একাই ৪৫০ শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক

সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ২ জনের কারাদণ্ড