হোম > সারা দেশ > নেত্রকোণা

চাঁদাবাজির মামলায় নেত্রকোনায় কৃষক দল নেতা গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

চাঁদাবাজির মামলায় নেত্রকোনায় কৃষক দল নেতা গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় চাঁদাবাজির মামলায় কৃষক দলের নেতা ফজল হককে (৪০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার তাঁকে আদালতে পাঠিয়েছে।

এর আগে সোমবার শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাঁকে পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ডিবি (পশ্চিম) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী।

গ্রেপ্তার ফজল হক উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের পাটলী গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছেন ধলামূলগাঁও ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ১৯ ফেব্রুয়ারি উপজেলার পাটলী গ্রামের তরিকুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে ফজল হকের বিরুদ্ধে ১০ লাখ টাকার চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা করেন। পরে আদালত পূর্বধলা থানাকে মামলা রেকর্ডের নির্দেশ দেন। আজ (মঙ্গলবার) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ধলামূলগাঁও ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ডা. রতন মিয়া বলেন, গ্রেপ্তার ফজল হক ও মামলার বাদী একই বাড়িতে বসবাস করেন। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে জমিজমা ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে কৃষক দলের নেতা ফজল হককে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোনায় ২১০০টি ইয়াবাসহ আটক ২

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা, বয়কট মুক্তিযোদ্ধাদের

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই লাপাত্তা

মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, প্রতিকার চাইলেন পুলিশ সুপারের কাছে