হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় গোপনে নারীর গোসলের ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় গোপনে এক নারীর গোসলের ভিডিও ধারণ করায় দুজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর সদস্যরা তাঁদের পূর্বধলা থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।

এর আগে বুধবার রাতে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার মেঘশিমুল মধ্যপাড়া গ্রামের উজ্জ্বল খান ও দ্বীন ইসলাম। তাঁরা টিকটকার বলে জানিয়েছে সেনাবাহিনী। 

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, উজ্জ্বল খান গত বুধবার বিকেলে গোপনে গ্রামের এক নারীর গোসলের ভিডিও ধারণ করছিলেন। বিষয়টি ওই নারী বুঝতে পেরে চিৎকার করেন। তখন আশপাশের লোকজন এসে উজ্জ্বলকে আটক করে। ততক্ষণে উজ্জ্বল তাঁর মোবাইল ফোনে ধারণ করা গোসলের ভিডিও ডিলিট করে দেন। কিন্তু মোবাইল চেক করতে গিয়ে পূর্বের ধারণ করা গোসলের ভিডিও দেখতে পায়। পরে মোবাইল ফোন রেখে জিজ্ঞাসাবাদ করে তাঁকে ছেড়ে দেওয়া হয়। 

এ বিষয়ে পরে সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ জানায় ভুক্তভোগীর পরিবার। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে উজ্জ্বলকে আটক করে। জিজ্ঞাসাবাদে দীন ইসলাম নামে আরও একজন জড়িত বলে জানান উজ্জ্বল। পরে দীন ইসলামকেও অভিযান চালিয়ে আটক করা হয়। 

পূর্বধলা থানার (ওসি) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারীর পরিবারের পক্ষ থেকে ওই দুজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নেত্রকোনা-৪ আসন স্বামী বাবরকে ছেড়ে দিলেন শ্রাবণী

পাঁচ আসন: নেত্রকোনায় কৌশলী জামায়াত, আত্মবিশ্বাসী বিএনপি

দুর্গাপুরে গার্ডার সেতু নির্মাণ: দুই বছর আগে মেয়াদ শেষ, হয়েছে শুধু খুঁটি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র