হোম > সারা দেশ > নেত্রকোণা

মদনে ইয়াবাসহ দুই সহোদর আটক

নেত্রকোনা প্রতিনিধি

আটক দুই সহোদর। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার মদনে ৬০০টি ইয়াবাসহ দুই সহোদরকে আটক করেছে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার রাত ২টার দিকে উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।

তাঁরা হলেন উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের মৃত ইনচান মিয়ার ছেলে জাহান মিয়া (২৭) ও লিজন মিয়া (২৩)।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাহান ও লিজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার করে আসছিলেন। গোপন সংবাদে গতকাল বুধবার রাতে তাঁদের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি যৌথ দল। এ সময় তাঁদের বসতঘর তল্লাশি করে ৬০০টি ইয়াবা, নগদ ১ লাখ ৭৮ হাজার ৪০০ টাকা, ৩টি অ্যান্ড্রয়েড ও দুটি বাটন ফোন, ১২টি সিমকার্ড এবং ৩টি মেমোরি কার্ড জব্দ করা হয়। এসব পাওয়ার পর দুই সহোদরকে আটক করা হয়। পরে তাঁদের জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

অভিযানে মদন সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তাহমিদুল আলম নোমানের নেতৃত্বে মদন থানা-পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের ইন্সপেক্টর আল আমিন বলেন, ‘আজ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।’

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নেত্রকোনা-৪ আসন স্বামী বাবরকে ছেড়ে দিলেন শ্রাবণী

পাঁচ আসন: নেত্রকোনায় কৌশলী জামায়াত, আত্মবিশ্বাসী বিএনপি

দুর্গাপুরে গার্ডার সেতু নির্মাণ: দুই বছর আগে মেয়াদ শেষ, হয়েছে শুধু খুঁটি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র