হোম > সারা দেশ > নেত্রকোণা

জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে ধান খেতে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলের দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের ভূলিগাও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সাদিয়া। সে ওই গ্রামের মো. শফিক মিয়া ও নাদিরা খাতুন দম্পতির সন্তান।

স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বাবা থাকেন ঢাকায়। বাড়ির লোকজন বাড়িতেই কাজে ব্যস্ত ছিল। এ সময় বাড়ির উঠানেই খেলছিল সাদিয়া। তবে কিছুক্ষণ পর উঠানে সাদিয়াকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন লোকজন।

পরে বিকেলের দিকে বসতবাড়ির পাশের ধান খেতে জমে থাকা বৃষ্টির পানিতে তার ভাসমান দেহ দেখতে পান স্বজনেরা। সেখান থেকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে শিশু সাদিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হাবিব বলেন, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ, উদ্যোক্তার স্বামী কারাগারে

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির অভিযোগ, ইউপি উদ্যোক্তার স্বামী গ্রেপ্তার

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার