হোম > সারা দেশ > নেত্রকোণা

আটপাড়ায় গাঁজাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার আটপাড়ায় গাঁজাসহ যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সঞ্জয় সরকার। এ সময় আরও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের নেহারা গ্রামের হ‌ুমায়ূন কবিরের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান ওরফে কাশেম এবং আটপাড়া উপজেলার বাউসা গ্রামের মৃত মহিম উদ্দিনের ছেলে মো. ইছহাক মিয়া (১৯)।

জানা গেছে, গতকাল বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আটপাড়া উপজেলার কুট্টাকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

এ বিষয়ে সমাজ-সহিলদেও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম খান সোহেল বলেন, হাবিবুর রহমান ওরফে কাশেম সমাজ-সহিলদেও ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিল। কিছুদিন আগে কমিটি ভেঙে দেওয়া হয়। পরে আর কোনো নতুন কমিটি করা হয়নি। গতকাল বিকেলে গাঁজাসহ তাঁকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

ডিবি পুলিশের উপপরিদর্শক বলেন, গ্রেপ্তারকৃত দুজনই পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন থেকে তাঁরা আশপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছেন। গতকাল তাঁদের গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়। আজ দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোনায় ২১০০টি ইয়াবাসহ আটক ২

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা, বয়কট মুক্তিযোদ্ধাদের

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই লাপাত্তা

মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, প্রতিকার চাইলেন পুলিশ সুপারের কাছে

কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি, চার ভাটাকে জরিমানা

মোহনগঞ্জে এক গ্রাম থেকে তিন এমপি প্রার্থী