হোম > সারা দেশ > নেত্রকোণা

বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় যুবক গ্রেপ্তার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার মহিদুল মণ্ডল। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে নেত্রকোনার দুর্গাপুর থেকে এক ভারতীয় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হয়।

অভিযুক্ত মহিদুল মণ্ডল (২৭) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনার বাগদা থানার মালদা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম সুরত মণ্ডল। তাঁকে গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া থেকে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মহিদুলকে পৌর শহরের বিরিশিরি ও দক্ষিণপাড়ায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি নিজেকে ভারতীয় বাসিন্দা বলে পরিচয় দেন। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশকে জানালে পুলিশ এসে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

মহিদুল জানান, ভারতে তিনি ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ভারতে থাকা বাংলাদেশিদের প্রলোভনে পড়ে কাজের আশায় প্রায় ১৫ দিন আগে তিনি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তবে এখানে এসে তাঁর সঙ্গীরা তাঁকে রেখে চলে গেলে তিনি বিভিন্ন জায়গা ঘুরে দুর্গাপুরে চলে আসেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, আটক মহিদুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি ভারতের নাগরিক। তাঁর কাছে বৈধ কোনো কাগজপত্র না থাকায় অনুপ্রবেশ আইনে তাঁর বিরুদ্ধে দুর্গাপুর থানায় মামলা করে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কৃষকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে, তদন্তে কমিটি

সহকারী শিক্ষকেরা কর্মবিরতিতে: একাই ৪৫০ শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক

সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ২ জনের কারাদণ্ড

নেত্রকোনায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, ফের সংঘাতের আশঙ্কা

নেত্রকোনার আটপাড়ায় দুই গ্রামের সংঘর্ষে বহু আহত

নেত্রকোনায় আগুনে পুড়ল ২৫ দোকান, আহত ১

নেই কোনো কর্মকর্তা, নেত্রকোনায় পিয়ন দিয়ে চলে শিক্ষা কার্যালয়

বিএনপি ও জামায়াত দুই দলেরই নেতা বেলায়েত

নেত্রকোনায় হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু