হোম > সারা দেশ > নেত্রকোণা

নিখোঁজের ২৬ দিন পর মাদ্রাসাছাত্রী উদ্ধার

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নিখোঁজের ২৬ দিন পর কওমী মাদ্রাসার এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে বারহাট্টা থানা-পুলিশ। আজ সোমবার নিখোঁজ মেয়েটিকে ময়মনসিংহের ভালুকার সিডস্টোর থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার পর ভুক্তভোগীকে তাঁর মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক। 

উদ্ধার হওয়া আঁখি আক্তার (১৫) উপজেলার জীবনপুর দারুল উলুম কওমী মাদ্রাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী। সে সিংধা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মৃত ফজল হকের মেয়ে। 

বারহাট্টা থানা সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট বারহাট্টা থানা এলাকার জীবনপুর দারুল উলুম কওমী মাদ্রাসাছাত্রী আঁখি আক্তার নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে ভুক্তভোগীর সন্ধান না পাওয়ায় তার মা নুরেজা আক্তার গত শুক্রবার বারহাট্টা থানায় নিখোঁজের জিডি করেন। ওই জিডির পর উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিখোঁজ তরুণীকে ময়মনসিংহের ভালুকার সিডস্টোর থেকে উদ্ধার করেন। 

এ বিষয়ে বারহাট্টা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক আজকের পত্রিকাকে জানান, ‘এই ঘটনায় তরুণীর মা নুরেজা আক্তার আশঙ্কা করছিলেন যে মেয়েটি হয়তো কোনো প্রেমিকের সঙ্গে চলে গেছে। এ জন্য আমরা একজন সন্দেহজনক ছেলের মোবাইল নম্বর ট্রেস করেছি। কিন্তু হঠাৎ একটা নম্বর থেকে মেয়েটির মায়ের কাছে ফোন করে জানানো হয় যে তার মেয়ে ভালুকায় আছে। কিন্তু পরবর্তীতে ওই নম্বরে যোগাযোগ করা হলে সঠিক কোনো ঠিকানা জানায়নি। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে আজ (সোমবার) ওই তরুণীকে ভালুকার সিডস্টোর থেকে উদ্ধার করা হয়।’ 

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ, উদ্যোক্তার স্বামী কারাগারে

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির অভিযোগ, ইউপি উদ্যোক্তার স্বামী গ্রেপ্তার

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার