হোম > সারা দেশ > নেত্রকোণা

মোহনগঞ্জে যুবককে কুপিয়ে জখম, বাসায় ঢুকে ভাঙচুর-লুটপাট

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া এলাকায় হামলা চালানোর পর একটি বাসার দরজা। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার মোহনগঞ্জে এক যুবককে কুপিয়ে জখম এবং বাসায় ঢুকে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। গত ২৭ নভেম্বর মধ্যরাতে পৌরশহরের মাইলোড়া এলাকায় এ ঘটনা ঘটে। গত শুক্রবার থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, সুলতান মিয়া তালুকদার নামের এক ব্যক্তি বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগীরা হলেন পৌরশহরের মাইলোড়া এলাকার বাসিন্দা মৎস্য আড়ত ব্যবসায়ী সুলতান মিয়া তালুকদার এবং তাঁর ছেলে ইমরান মিয়া ও মিল্টন মিয়া। হামলাকারীদের রামদার কোপে মিল্টন গুরুতর জখম হয়েছেন। অভিযোগ ওঠা ব্যক্তিরা হলেন মাইলোড়া এলাকার মো. মোস্তাক মিয়া (৫৫) ও লিমন মিয়া (৩০) এবং দেওথান এলাকার রুমান মিয়া (৩১)।

সুলতান মিয়া বলেন, প্রতিবেশী মোস্তাক মিয়ার বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন লিমন মিয়া। খবর নিয়ে জানতে পারি লিমন একজন বাসায় মাদক ও সন্ত্রাস প্রকৃতির লোক। এসব কারণে লিমনকে তাঁর এলাকা থেকে লোকজন তাড়িয়ে দিয়েছেন। এই কথা মোস্তাককে জানাই। বিষয়টি জানতে পেরে লিমন ও তাঁর সঙ্গীরা আমার ওপর ক্ষিপ্ত হন।

সুলতান মিয়া আরও বলেন, গত ২৭ নভেম্বর মধ্যরাতে মোস্তাকের বাসায় ঝামেলা শুরু করেন লিমন, রুমানসহ কয়েকজন। চিৎকার শুনে এগিয়ে যায় আমার ছেলে মিল্টন। তখনই রামদা নিয়ে মিল্টনকে তাড়া করে কুপিয়ে জখম করে তাঁরা। মিল্টনকে টেনে বাসার ভেতর ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলে তাঁরা আমার বাসায় হামলা চালায়। একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরিবারের পুরুষ সদস্যরা রান্না ঘরের পেছনে টিন খুলে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করি। নারীরা ঘরের ভেতর খাটের নিচে ঢুকে যায়।

লিমন ও তাঁর লোকজন ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় বলে দাবি করেছেন সুলতান মিয়া। তিনি বলেন, ঘরে থাকা মাছের আড়তের ব্যবসার চার লাখ ২০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালংকার, ঘরের ফ্রিজ, গ্যাসের চুলাসহ বিভিন্ন আসবাবপত্র নিয়ে যায়। যাওয়ার সময় আমাদেরকে হত্যার হুমকি দিয়ে গেছে।

সুলতান মিয়া বলেন, হামলাকারীদের ভয়ে বাসা ফেলে গ্রামের বাড়িতে চলে এসেছি। শহরে আসতে পারছি না। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি কিন্তু মামলাও হচ্ছে না। খুব বিপদে আছি।

এদিকে, অভিযোগ ওঠা ব্যক্তিরা এলাকায় না থাকায় হামলা ও লুটপাটের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী