হোম > সারা দেশ > নেত্রকোণা

ধানখেত দেখতে বের হয়ে নিখোঁজ, পরদিন মিলল কৃষকের লাশ

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দায় উব্দাখালী নদীর পাড় থেকে মো. রহমত আলী (৬৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের ডেইট্টাখালি এলাকায় উব্দাখালী নদীর পাড়ে লাশটি পাওয়া যায়। এর আগে গতকাল বুধবার বিকেলে তিনি মাঠে রোপণ করা বোরো ধানখেত দেখতে বের হয়েছিলেন। পরে আর বাড়ি ফেরেননি।

রহমত আলী উপজেলার চান্দুয়াল এলাকার বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রহমত আলী বুধবার বিকেলে মাঠে রোপণ করা বোরো ধানখেত দেখতে বের হন। পরে রাতে আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন ডেইট্টাখালি এলাকায় উব্দাখালী নদীর পাড়ে তাঁর লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, রহমতের পরিবারের ভাষ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, ফসলের মাঠ দেখে নদীর পানিতে হাত-পা পরিষ্কার শেষে তীরে ওঠার সময় স্ট্রোক করে মারা যান। মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে যেতে চাচ্ছেন। তবে মৃত্যুর কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী