হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় অ্যাম্বুলেন্স–সিএনজির সংঘর্ষ, নিহত ১ 

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় অ্যাম্বুলেন্স –সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ছোয়াব আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

আহতদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়। নিহত ব্যক্তি সংলগ্ন বারহাট্টা উপজেলার মোয়াটি গ্রামের বাসিন্দা। 

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি চালিত অটোরিকশাটিতে চালকসহ তিনজন যাত্রী ছিলেন। ময়মনসিংহ থেকে বারহাট্টা উপজেলার মোয়াটী গ্রামে নিজ বাড়ি ফিরছিলেন তারা। রাত সাড়ে ১০টার দিকে চরপাড়া এলাকায় পৌঁছালে সীমান্ত উপজেলা কলমাকান্দা থেকে নেত্রকোনাগামী একটি অ্যাম্বুলেন্স অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে অটোরিকশার যাত্রী ছোয়াব আলী (৪৭) ঘটনাস্থলেই নিহত ও চালকসহ অপর দুই যাত্রী আহত হন। 

স্থানীয়দের অভিযোগ, সড়কের ওপর ধানের আঁটি রাখার কারণে অটোরিকশাটি পার্শ্ব পরিবর্তন করে ডান দিকে যায়। একই সময় বিপরীত দিক থেকে অ্যাম্বুলেন্সটি আসে। 

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফল হক আজকের পত্রিকাকে বলেন, আহতদের মধ্যে অটোরিকশার চালক রোকন মিয়া (৪৫) নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সড়কে ধান রাখার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ, উদ্যোক্তার স্বামী কারাগারে

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির অভিযোগ, ইউপি উদ্যোক্তার স্বামী গ্রেপ্তার

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার