হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় দেশীয় অস্ত্র ও ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১

নেত্রকোনা প্রতিনিধি

গ্রেপ্তার নূর আহম্মদ। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদনে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও ২৪৩ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ শনিবার ভোরে উপজেলার চাঁনগাও ইউনিয়নে শাহপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়িতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মদন থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশ কুমার দে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম নূর আহম্মদ (৩০)। তিনি মদন উপজেলার চাঁনগাও ইউনিয়নের শাহপুর গ্রামের মো. শামছুদ্দিনের ছেলে।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, নূর আহম্মদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারির সঙ্গে জড়িত। প্রতিদিনের মতো শনিবার ভোরে নূর আহম্মদ তাঁর নিজ বসতবাড়ির গোয়াল ঘরে মাদক বিক্রি ও সেবনের প্রস্তুতি নেয়। এদিকে সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দল খবর পেয়ে অভিযান চালিয়ে নূর আহম্মদকে আটক করে।

এ সময় তাঁর কাছ থেকে ২৪৩ পিস ইয়াবা, দেশীয় অস্ত্র (বল্লম, দা, চাকু) ও মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়। পরে নূর আহম্মদকে মদন থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ কর্মকর্তা দেবাংশ কুমার দে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকের বিশেষ আইনে মামলা দিয়ে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নেত্রকোনা-৪ আসন স্বামী বাবরকে ছেড়ে দিলেন শ্রাবণী

পাঁচ আসন: নেত্রকোনায় কৌশলী জামায়াত, আত্মবিশ্বাসী বিএনপি

দুর্গাপুরে গার্ডার সেতু নির্মাণ: দুই বছর আগে মেয়াদ শেষ, হয়েছে শুধু খুঁটি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র