হোম > সারা দেশ > নেত্রকোণা

মোহনগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় তরুণ গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে রুবেল মিয়ার হত্যার ঘটনায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার সকালে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গতকাল বুধবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরে তিনি আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। হত্যায় জড়িত থাকা অন্যদের নামও জানান তিনি। 

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. তুহিন মিয়া (১৯)। তিনি উপজেলার আদর্শনগর এলাকার মৃত ছাদেক মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল আদর্শনগর বাজারে একটি টিনের চালার দোকানে পিঠা বিক্রি করতেন। প্রায়ই রাতে বাড়িতে চলে আসতেন। কখনো ওই ঘরের রাতে থেকে যেতেন। রোববার সকালে বাজারের লোকজন রুবেলকে তাঁর দোকানে মৃত অবস্থায় দেখতে পায়। তাঁর গলায় গামছা প্যাঁচানো ছিল। মুখে আঘাতের চিহ্ন রয়েছে। পরে খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 

এ ঘটনায় পরদিন রুবেলের স্ত্রী রিমা আক্তার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ আরও ৬ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করেন। 

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, আদালতে সোপর্দ করার পর তুহিন হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। হত্যায় তাঁর সঙ্গে অংশ নেওয়া অন্য সঙ্গীদের নামও বলেছেন। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না। তবে দ্রুতই তাঁদের গ্রেপ্তার করা হবে।

বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা, বয়কট মুক্তিযোদ্ধাদের

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই লাপাত্তা

মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, প্রতিকার চাইলেন পুলিশ সুপারের কাছে

কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি, চার ভাটাকে জরিমানা

মোহনগঞ্জে এক গ্রাম থেকে তিন এমপি প্রার্থী

উদীচী ট্র্যাজেডি দিবসে ৩ মিনিট স্তব্ধ নেত্রকোনা

কৃষকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে, তদন্তে কমিটি

সহকারী শিক্ষকেরা কর্মবিরতিতে: একাই ৪৫০ শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক

সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ২ জনের কারাদণ্ড

নেত্রকোনায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, ফের সংঘাতের আশঙ্কা