হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় ধর্ষণ থেকে বাঁচতে যুবকের পুরুষাঙ্গ কাটলেন কলেজছাত্রী

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় ‘ধর্ষণ’ থেকে বাঁচতে পারভেজ মিয়া (২৫) নামের এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন কলেজছাত্রী। গতকাল সোমবার সন্ধ্যায় পূর্বধলা সরকারি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত পারভেজ উপজেলার তারাকান্দা এলাকার বাসিন্দা।

এদিকে ঘটনার পর স্থানীয় লোকজন ওই কলেজছাত্রীকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ওই তরুণীর ভিডিও বক্তব্য মোবাইল ফোনে ধারণ করা হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়া হয়। ইতিমধ্যে তা ভাইরাল হয়ে পড়ে।

ভিডিও বক্তব্যে ওই তরুণী বলেন, জাহিদ মিয়া (২৫) নামের এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল বিকেলে তাঁর সঙ্গে দেখা করতে রাজধলা বিলপাড়ে যান। এ সময় জাহিদ ফোনে পারভেজকে সেখানে ডেকে নেন। তাঁরা দুজন মিলে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা চালান। মেয়েটি বলেন, ‘কোনো উপায় না দেখে নিজেকে বাঁচাতে আমার ব্যাগে থাকা একটি ব্লেড দিয়ে পারভেজের পুরুষাঙ্গে আঘাত করেছি। এ ছাড়া আমার কোনো পথ ছিল না।’

এ বিষয়ে আহত পারভেজ মিয়ার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আর ঘটনার পর থেকে জাহিদ মিয়া পলাতক রয়েছেন। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।

পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ সোহেল রানা বলেন, পারভেজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, লোকজনের কাছে খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ গিয়ে ওই তরুণীকে পায়নি। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী