হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় ধর্ষণ থেকে বাঁচতে যুবকের পুরুষাঙ্গ কাটলেন কলেজছাত্রী

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় ‘ধর্ষণ’ থেকে বাঁচতে পারভেজ মিয়া (২৫) নামের এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন কলেজছাত্রী। গতকাল সোমবার সন্ধ্যায় পূর্বধলা সরকারি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত পারভেজ উপজেলার তারাকান্দা এলাকার বাসিন্দা।

এদিকে ঘটনার পর স্থানীয় লোকজন ওই কলেজছাত্রীকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ওই তরুণীর ভিডিও বক্তব্য মোবাইল ফোনে ধারণ করা হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়া হয়। ইতিমধ্যে তা ভাইরাল হয়ে পড়ে।

ভিডিও বক্তব্যে ওই তরুণী বলেন, জাহিদ মিয়া (২৫) নামের এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল বিকেলে তাঁর সঙ্গে দেখা করতে রাজধলা বিলপাড়ে যান। এ সময় জাহিদ ফোনে পারভেজকে সেখানে ডেকে নেন। তাঁরা দুজন মিলে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা চালান। মেয়েটি বলেন, ‘কোনো উপায় না দেখে নিজেকে বাঁচাতে আমার ব্যাগে থাকা একটি ব্লেড দিয়ে পারভেজের পুরুষাঙ্গে আঘাত করেছি। এ ছাড়া আমার কোনো পথ ছিল না।’

এ বিষয়ে আহত পারভেজ মিয়ার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আর ঘটনার পর থেকে জাহিদ মিয়া পলাতক রয়েছেন। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।

পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ সোহেল রানা বলেন, পারভেজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, লোকজনের কাছে খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ গিয়ে ওই তরুণীকে পায়নি। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কৃষকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে, তদন্তে কমিটি

সহকারী শিক্ষকেরা কর্মবিরতিতে: একাই ৪৫০ শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক

সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ২ জনের কারাদণ্ড

নেত্রকোনায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, ফের সংঘাতের আশঙ্কা

নেত্রকোনার আটপাড়ায় দুই গ্রামের সংঘর্ষে বহু আহত

নেত্রকোনায় আগুনে পুড়ল ২৫ দোকান, আহত ১

নেই কোনো কর্মকর্তা, নেত্রকোনায় পিয়ন দিয়ে চলে শিক্ষা কার্যালয়

বিএনপি ও জামায়াত দুই দলেরই নেতা বেলায়েত

নেত্রকোনায় হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু