হোম > সারা দেশ > নেত্রকোণা

১৮ বছর পর মাকে ফিরে পেল সন্তানরা

প্রতিনিধি

নেত্রকোনা: ময়ফুল বিবি। বর্তমানে বয়স ৭০ বছর। ডাকবাংলোর বারান্দা, বাজারে দোকানের চৌকি, যাত্রী ছাউনি, কখনোবা রেলস্টেশনের প্লাটফরমে কাটিয়ে দিয়েছেন ১৮টি বছর। ছেঁড়া মলিন কাপড়, পলিথিন আর চট দিয়ে নিজেই তৈরি করে নিতেন মাথা গোঁজার ঠাঁই। ২০০৩ সালের দিকে নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া বাজার স্টেশনে এসে ঠাঁই নেন তিনি। এরপর থেকে সেখানেই থাকতেন। স্থানীয়দের দয়ায় জুটতো খাবার। তবে বহু চেষ্টা করেও জানা যায়নি তার নাম পরিচয় ঠিকানা। অবশেষে গতকাল রোববার সকালে স্বজনদের কাছে ফিরে এসেছেন তিনি।

ময়ফুল বিবির বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা গ্রামে। স্বামীর কাশেম ব্যাপারী, অনেক আগেই মারা গেছেন। তাদের ছয় মেয়ে। কোনো ছেলে সন্তান নেই।

পরিবার সূত্রে জানা যায়, ২০০২ সালে বাড়ি থেকে নিখোঁজ হন ময়ফুল বিবি। তিনি মানসিকভাবে অসুস্থ। ২০০৩ সালের দিকে নিখোঁজ হন তিনি।

উপজেলা আওয়ামী লীগ নেতা মো. এমদাদুল হক এমদাদ গত ১৪ মে একটি ফেসবুক গ্রুপে ময়ফুল বিবির কাছ থেকে পাওয়া কিছু তথ্য পোস্ট করেন। সেটি চোখ পড়ে স্বজনদের। গতকাল সকালে স্বজনদের কাছে তুলে দেওয়া হয় তাঁকে। কিন্তু রেলস্টেশন এলাকার মানুষকে তিনি এতটাই আপন করে নিয়েছিলেন যে, প্রথমে যেতে রাজিই হচ্ছিলেন না। বারবার বলতে থাকেন, এলাকার মানুষদের ছেড়ে কোথাও যাবেন না। পরে কৌশলে তাঁকে রাজি করান পরিবারের লোকেরা।

তাঁর থাকার ঝুপড়িঘরে পাওয়া গেছে বেশ কিছু টাকা–পয়সা। সেসব টাকাসহ হাঁড়ি-পাতিল, কাপড়, জিনিসপত্র মেয়েদের হাতে তুলে দেওয়া হয়েছে।

ময়ফুলের মেয়ে হোসনে আরা বেগম বলেন, ২০০২ সালে তার মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় একদিন তিনি নিখোঁজ হন। সন্ধান চেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। তারা ধরেই নিয়েছিলেন তিনি আর বেঁচে নেই।

আরেক মেয়ে বিবি মরিয়ম বলেন, বিশ্বাসই করতেই পারছি না মাকে ফিরে পেয়েছি। জারিয়াবাসী তার মাকে যেভাবে আগলে রেখেছিলেন তা মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা মুগ্ধ।

এদিকে ময়ফুল বিবির স্বজনরা তাঁকে নিতে আসছেন– এই খবর রাষ্ট্র হওয়ার পর আশেপাশের এলাকার শত শত মানুষ রাতেই ছুটে আসেন শেষবারের মতো তাকে দেখতে। ময়ফুল বিবিকে স্বজনদের হাতে তুলে দেওয়ার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাটেরকোণা গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা মো. এমদাদুল হক এমদাদ, উপজেলা যুবলীগের নেতা ও নাটেরকোণা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন রোমেল, পূর্বধলা হেল্পলাইন প্রতিনিধি মো. অলি উল্লাহ তালুকদার ও বি কে এম জাহিদ হাসান প্রহর, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. তুহিন মিয়া, নূরুল আমিন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নেত্রকোনা-৪ আসন স্বামী বাবরকে ছেড়ে দিলেন শ্রাবণী

পাঁচ আসন: নেত্রকোনায় কৌশলী জামায়াত, আত্মবিশ্বাসী বিএনপি

দুর্গাপুরে গার্ডার সেতু নির্মাণ: দুই বছর আগে মেয়াদ শেষ, হয়েছে শুধু খুঁটি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র