হোম > সারা দেশ > নেত্রকোণা

খেলার মাঠের বল বাড়িতে যাওয়ায় সংঘর্ষ, বাবা-ছেলেকে কুপিয়ে জখম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় দুই পক্ষের সংঘর্ষে আহতদের একজন। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার কলমাকান্দায় খেলার মাঠের বল বাড়িতে গিয়ে পড়া নিয়ে সংঘর্ষ হয়েছে। এ সময় বাবা-ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আহত ব্যক্তিরা হলেন উপজেলার কৈলাটী ইউনিয়নের দক্ষিণ কান্দাপাড়া গ্রামের মো. হাবিবুর রহমান আকন্দ (৫৫) ও তাঁর ছেলে মো. জাহিদুল ইসলাম মুন্না (১৭)। হামলায় হাবিবুর রহমানের মাথার খুলি ভেঙে গুরুতর জখম হন। তাঁকে প্রথমে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান চিকিৎসক।

এদিকে জাহিদুল ইসলামের মাথায় রামদার কোপে ১১টি সেলাই লেগেছে। তাঁকে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন একই গ্রামের মো. এমদাদুল হক সলি (৩৮) ও মো. বাবুল মিয়া (৫৫)।

অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ কান্দাপাড়া গ্রামের আবু সাহিদের বসতবাড়ির পাশে একটি খেলার মাঠে স্থানীয় শিশুরা ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে বল মাঠঘেঁষা বাড়িতে পড়ে গেলে প্রতিপক্ষের এমদাদুল, বাবুল, মোশারফ, হেলিমসহ অন্যরা ক্ষিপ্ত হয়ে রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। হামলায় হাবিবুর রহমান আকন্দ ও তাঁর ছেলে জাহিদুল ইসলাম মুন্না গুরুতর আহত হন।

এ ঘটনায় গতকাল বিকেলেই থানায় লিখিত অভিযোগ দেন হাবিবুর রহমানের ভাই আবু সাহিদ। এতে একই গ্রামের মোশারফ মণ্ডল, এমদাদুল হক সলি, মো. বাবুল মিয়া, আ. হেলিম, আ. আমিন ও আবুল হাসে মণ্ডলসহ আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়।

পরে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত এমদাদুল ও বাবুলকে গ্রেপ্তার করে পুলিশ।

কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুর রহমান বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা গ্রহণ করা হয়েছে। দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এক আসামি পা ভাঙা অবস্থায় কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। সুস্থ হতে কয়েক দিন সময় লাগবে। তাঁকে নজরদারিতে রাখা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কৃষকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে, তদন্তে কমিটি

সহকারী শিক্ষকেরা কর্মবিরতিতে: একাই ৪৫০ শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক

সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ২ জনের কারাদণ্ড

নেত্রকোনায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, ফের সংঘাতের আশঙ্কা

নেত্রকোনার আটপাড়ায় দুই গ্রামের সংঘর্ষে বহু আহত

নেত্রকোনায় আগুনে পুড়ল ২৫ দোকান, আহত ১

নেই কোনো কর্মকর্তা, নেত্রকোনায় পিয়ন দিয়ে চলে শিক্ষা কার্যালয়

বিএনপি ও জামায়াত দুই দলেরই নেতা বেলায়েত

নেত্রকোনায় হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু