হোম > সারা দেশ > নেত্রকোণা

বারহাট্টায় গর্তে জমা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার বারহাট্টায় ইউনুস নামে তিন বছর বয়সী এক শিশু বাড়ির পাশে গর্তে জমা বৃষ্টির পানিতে ডুবে মারা গেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইউনুস উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মো. আরশ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গৃহস্থালি কাজের জন্য কয়দিন আগে বাড়ির পাশে মাটি কেটে গর্ত করেন আরশ মিয়া। গতকাল রাতে বৃষ্টি হওয়ায় গর্তটি পানিতে ভরে যায়। সোমবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল ইউনুস। ওই সময় তার মা কাজে ব্যস্ত ছিলেন। এক সময় ওই গর্তে গিয়ে পড়ে ডুবে যায় ইউনুস। কাজ শেষে মা তাকে খুঁজে পাচ্ছিলেন না। পরে বাড়ির পাশের ওই গর্তে ইউনুসের লাশ ভেসে উঠতে দেখেন পরিবারের লোকজন।

এ বিষয়ে ইউনুসের বাবা আরশ মিয়া বলেন, গৃহস্থালি কাজের দরকারে কয়দিন আগেই বাড়ির পাশে মাটি কেটে গর্ত করেছিলাম। গতকাল রাতের বৃষ্টিতে ওই গর্তে পানি জমে যায়। এতে ডুবেই আমার ছেলের মৃত্যু হয়েছে। আমাদের করা ওই গর্তে নিজের ছেলে পড়ে মারা যেতে পারে এটা ভাবিনি।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নেত্রকোনা-৪ আসন স্বামী বাবরকে ছেড়ে দিলেন শ্রাবণী

পাঁচ আসন: নেত্রকোনায় কৌশলী জামায়াত, আত্মবিশ্বাসী বিএনপি

দুর্গাপুরে গার্ডার সেতু নির্মাণ: দুই বছর আগে মেয়াদ শেষ, হয়েছে শুধু খুঁটি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র