হোম > সারা দেশ > নেত্রকোণা

ফোন পেয়ে বাড়ি থেকে বের হন সাবেক মেম্বার, সকালে পতিত জমিতে মিলল লাশ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় পতিত জমি থেকে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রামনাথপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত মতিউর রহমান (৬০) পোগলা ইউপির ১ নম্বর ওয়ার্ডের দুবারের সদস্য ছিলেন। তিনি একই ইউনিয়নের মূলগাঁও গ্রামের ফজর উদ্দিনের ছেলে।
 
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটা-চারটার দিকে কারও ফোন পেয়ে বাড়ি থেকে বের হন মতিউর। পরে দুজন লোক এসে মোটরসাইকেলে করে বাড়ির সামনে থেকে তাঁকে নিয়ে যায়। সকালে বাড়ি না ফেরায় তাঁর ছেলে বাবুল মিয়া তাঁকে খোঁজ করতে থাকেন। পরে সকাল ১০টার দিকে পাশের রামনাথপুর এলাকার একটি পতিত জমিতে মতিউরের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

মতিউরের ছেলে বাবুল মিয়া বলেন, ‘শেষরাতে একজনের কল পেয়ে বাবা বাড়ি থেকে বের হন। সকালে বাড়ি না ফেরায় খুঁজতে বের হই। পরে জানি পাশের রামনাথপুর গ্রামের পতিত জমিতে লাশ পড়ে আছে। এটি একটি পরিকল্পিত হত্যা। এ ঘটনায় মামলা করা হবে।’

পরিবারের লোকজনের বরাত দিয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, শেষরাতে কারও কল পেয়ে বাড়ি থেকে বের হন মতিউর। ভোরে স্থানীয় দোকান থেকে কিছু জিনিসপত্র কিনতেও দেখেছেন স্থানীয়রা। পরে রামনাথপুরের একটি পতিত জমিতে লাশ পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী