হোম > সারা দেশ > নেত্রকোণা

কলমাকান্দায় মায়ের কোলে ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যা: আর ২ আসামি গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় মায়ের কোলে ঘুমন্ত আড়াই বছর বয়সী শিশু জুনাইদ মিয়াকে পিটিয়ে হত্যার মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কলমাকান্দা উপজেলার কুট্টাকান্দা গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার দুজন হলেন, কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মো. হানিফ মিয়া (২৭) ও একই গ্রামের মো. ফারুক মিয়া (২২)। 

এর আগে, গত ৩১ ডিসেম্বর হত্যার ঘটনা ঘটে। ওই দিনই মামলার প্রধান আসামি হাতেম আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এখনো তিনি কারাগারে রয়েছেন। 

ময়মনসিংহ র‍্যাব-১৪ এর অপারেশনস অফিসার উপপরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা যায়, উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মালেক ও প্রতিবেশী আসামি হাতেম আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে কয়েকটি মামলা চলমান আছে। গত ৩১ ডিসেম্বর দুপুরে হাতেম আলীর ছেলেসহ অন্যরা আব্দুল মালেকের কলা গাছের ছড়ি কেটে নিয়ে যায়। এ সময় আবুল মালেকের স্ত্রী মোছা. মোমেনা খাতুন বাধা দেয়। এতে হানিফ ও ফারুকসহ আরও কয়েকজন মিলে মোমেনার ওপর চড়াও হয়। একপর্যায়ে কাঠের রুল দিয়ে আঘাত করতে গেলে মোমেনার কোলে থাকা আড়াই বছরের শিশু জুনাইদের মাথায় লাগে। হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় জুনাইদের। 

এ ঘটনায় ওই দিন রাতেই জুনাইদের বাবা আব্দুল মালেক বাদী হয়ে হামলাকারী হানিফ ও ফারুকসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩–৪ জনকে আসামি করে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে পুলিশের পাশাপাশি র‍্যাবও আসামিদের ধরতে অভিযানে নামে। 

ময়মনসিংহ র‍্যাব-১৪ এর অপারেশনস অফিসার উপপরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, আসামিদের কলমাকান্দা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, ‘গ্রেপ্তারকৃতদের নিয়ে আসার জন্য আমাদের একজন অফিসার গিয়েছেন। এখনো এসে পৌঁছায়নি। এ মামলার প্রধান আসামি হাতেম আলীকে ঘটনার পরপরই গ্রেপ্তার করা হয়েছিল। এখনো তিনি কারাগারে রয়েছেন। মামলাটি তদন্ত করা হচ্ছে। এদিকে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা, বয়কট মুক্তিযোদ্ধাদের

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই লাপাত্তা

মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, প্রতিকার চাইলেন পুলিশ সুপারের কাছে

কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি, চার ভাটাকে জরিমানা

মোহনগঞ্জে এক গ্রাম থেকে তিন এমপি প্রার্থী

উদীচী ট্র্যাজেডি দিবসে ৩ মিনিট স্তব্ধ নেত্রকোনা

কৃষকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে, তদন্তে কমিটি

সহকারী শিক্ষকেরা কর্মবিরতিতে: একাই ৪৫০ শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক

সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ২ জনের কারাদণ্ড