হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় ‘জমি নিয়ে বিরোধের’ জেরে ভাইকে কুপিয়ে জখম, বড় ভাই গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই তাঁর ছোট ভাইকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছেন বলে জানা গেছে। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ভুক্তভোগী বর্তমানে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। 

বারহাট্টা থানার পুলিশ বলছে, ভুক্তভোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানতে পেরেছি। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বারহাট্টা থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আসামিকে আদালতে পাঠানো হবে। 

এ ঘটনায় ভুক্তভোগীর নাম বিমল বিশ্বাস (৪৫) এবং গ্রেপ্তার রতন বিশ্বাস (৪৮)। এ দুই সহোদর উপজেলার বাঘমারা গ্রামের রামেরসর বিশ্বাসের ছেলে। 

গতকাল সোমবার দুপুরে উপজেলার আসমা ইউনিয়নের বাঘমারা গ্রামে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক।  

পুলিশ ও স্থানীয়রা বলছে, দীর্ঘদিন যাবৎ দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জেরে গতকাল সোমবার দুপুরে কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই বিমল বিশ্বাসের মাথায় দা দিয়ে কোপ দেয় রতন বিশ্বাস। এতে বিমল বিশ্বাসের মাথার মগজ বের হয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিমলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এ বিষয়ে বারহাট্টা থানার ওসি লুৎফুল হক বলেন, ‘এ ঘটনায় বিমল বিশ্বাসের স্ত্রীর করা মামলায় অভিযুক্ত রতন বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। দুপরে তাঁকে আদালতে পাঠানো হবে।’ 

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী