হোম > সারা দেশ > নেত্রকোণা

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, যুবক গ্রেপ্তার

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে নুরু মিয়া (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জের বাহাম গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।  

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের কাজীহাটি গ্রামের ছাত্রলীগের নেতা সামিউল বাসির বাদী হয়ে এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। গ্রেপ্তার হওয়া নুরু মিয়া মোহনগঞ্জ উপজেলার বাহাম গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।  

এ বিষয়ে মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, ‘বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে একাধিক ছবি ফেসবুকে পোস্ট করেন নুরু মিয়া। এমন অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে নিশ্চিত হয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করে ফেসবুক ওয়ালে এমন আরও অনেক পোস্ট পাওয়া যায়।’ 

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় নুরু মিয়ার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। শুক্রবার বিকেলে তাঁকে আদালতে পাঠানো হবে।’ 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নেত্রকোনা-৪ আসন স্বামী বাবরকে ছেড়ে দিলেন শ্রাবণী

পাঁচ আসন: নেত্রকোনায় কৌশলী জামায়াত, আত্মবিশ্বাসী বিএনপি

দুর্গাপুরে গার্ডার সেতু নির্মাণ: দুই বছর আগে মেয়াদ শেষ, হয়েছে শুধু খুঁটি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র