হোম > সারা দেশ > নেত্রকোণা

হুমায়ূন আহমেদের জন্মভূমিতে ৭৩ তম জন্মবার্ষিকী পালিত

নেত্রকোনা প্রতিনিধি

আজ নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে লেখকের নিজ জেলা নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। হলুদ পোশাকে হিমু আর নীল শাড়িতে রুপাদের বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের সাতপাই নদীর পাড় থেকে শুরু হয়ে মুক্তারপাড়া মাঠের মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। এরপর হিমু, রুপা চরিত্রের জনক, প্রিয় লেখকের জন্মদিনের কেক কাটা হয়। আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক সন্ধ্যার। 

হিমু পাঠক আড্ডা আয়োজিত এ জন্মবার্ষিকী অনুষ্ঠান মোবাইলে উদ্বোধন করেন দেশবরেণ্য বুদ্ধিজীবী অধ্যাপক যতীন সরকার। আনন্দ শোভাযাত্রার উদ্বোধক অধ্যাপক যতীন সরকার বলেন, হুমায়ূন আহমেদ স্বাধীনতা পরবর্তী বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় কথা সাহিত্যিক। তাঁর প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশিত হওয়ার পরেই খ্যাতির চূড়ায় পৌঁছেছিলেন। তাঁর লেখা আজও তরুণ সমাজের কাছে অত্যন্ত প্রিয়। 

অধ্যাপক মতীন্দ্র সরকার বলেন, হুমায়ূন আহমেদ তাঁর উপন্যাসে একটি চরিত্র সৃষ্টি করেছিলেন, হিমু। প্রত্যেকের জীবন যেন হিমুর মতোই আনন্দময় হয় এই প্রত্যাশা করছি তাঁর জন্মদিনে। 

পুলিশ সুপার আকবর আলী মুনশি বলেন, নেত্রকোনা একটি আলোকিত জেলা। এখানে অনেক আলোকিত মানুষের জন্ম হয়েছে। হিমু পাঠক আড্ডার মধ্য দিয়ে নেত্রকোনায় আরও আলোকিত মানুষের জন্ম হবে। 

জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেন, হুমায়ূন আহমেদ নেত্রকোনার মাটিতে জন্মগ্রহণ করেছেন। এমন কৃতি সন্তানকে জন্ম দিয়ে নেত্রকোনার মাটি ধন্য। তাঁকে স্মরণ করে এই আয়োজন করায় হিমু আড্ডাকে ধন্যবাদ জানাই। 

জন্মদিনের হিমু ও রুপাদের সঙ্গে নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মতীন্দ্র সরকার, জেলা পুলিশ সুপার আকবর আলী মুনশি, পৌর মেয়র নজরুল ইসলাম খান, প্রেসক্লাবের সহসভাপতি হায়দার জাহান চৌধুরী, কবি তানভীর জাহান চৌধুরী, সুজনের সভাপতি স্বপন পাল প্রমুখ। 

প্রসঙ্গত, হিমু আড্ডার পক্ষ থেকে সাংবাদিক কল্পনা আক্তার হুমায়ূন আহমেদের একটি ম্যুরাল নেত্রকোনায় স্থাপনের দাবি জানান। জেলা প্রশাসক বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে জানিয়েছেন। 

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোনায় ২১০০টি ইয়াবাসহ আটক ২

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা, বয়কট মুক্তিযোদ্ধাদের

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই লাপাত্তা

মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, প্রতিকার চাইলেন পুলিশ সুপারের কাছে

কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি, চার ভাটাকে জরিমানা