হোম > সারা দেশ > নেত্রকোণা

নদ থেকে অবৈধভাবে বালু তোলায় ৭ ট্রাক জব্দ, চালকদের জেল-জরিমানা

নেত্রকোনা প্রতিনিধি

ফাইল ছবি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মহাদেও নদ থেকে অবৈধভাবে বালু তোলায় সাতটি ট্রাক জব্দ করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় চালককে ৫০ হাজার করে মোট ৩ লাখ টাকা জরিমানা করেন। অপর চালককে ১৫ দিনের কারাদণ্ড দেন।

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা এলাকায় বালু নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন চালকসহ ট্রাকগুলো আটকে রাখেন। পরে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। খবর পেয়ে ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ট্রাকচালকদের কারাদণ্ড ও জরিমানা করেন।

আটক চালকদের মধ্যে রয়েছেন নেত্রকোনার আমিনুল ইসলাম, আজিজুল ইসলাম, মো. শাকিল, মো. রুবেল, মো. নিজাম উদ্দিনসহ সাতজন। চালকেরা জানান, উপজেলার রংছাতি মোড় মাদ্রাসা এলাকায় দুই ব্যক্তির কাছ থেকে প্রতি ট্রাক বালু ১২ হাজার টাকায় কিনেছেন।

চালকদের অভিযোগ, শুধু বালু কিনেই খরচ শেষ নয়। বাজার পার হওয়ার সময় ছোট ট্রাক থেকে চার হাজার এবং বড় ট্রাক থেকে পাঁচ হাজার টাকা করে অতিরিক্ত দিতে হয়।

কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. নজমুল হুদা বলেন, ‘একাধিক সূত্রে আমরা জানতে পেরেছি, একটি চক্র বাজার পারাপারের নামে গাড়িচালকদের কাছ থেকে টাকা আদায় করছে। ইতিমধ্যে কয়েকজনের নাম শনাক্ত করা হয়েছে। তথ্য যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন আজকের পত্রিকাকে বলেন, অবৈধভাবে বালু তুলে নেওয়ায় সাতটি ট্রাক জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ট্রাকগুলোর চালকদের জেল-জরিমানা করেছেন।

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী