হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে ৭ মাসের অন্তঃসত্ত্বার ঝুলন্ত মরদেহ উদ্ধার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

গৃহবধূর মরদেহ থানায় নেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার দুর্গাপুরে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শিরামখীলা গ্রামের বসত ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত গৃহবধূর নাম মাজেদা আক্তার (২৮)। তিনি ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পাশের উপজেলা কলমাকান্দার পাঁচকাঠা সুলজান গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শিরামখীলা গ্রামের ঝোঁটন মিয়ার স্ত্রী মাজেদা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাত বছর আগে বিয়ে হয় মাজেদা ও ঝোঁটন মিয়ার। বিয়ের প্রায় তিন বছরের মাথায় ছেলে সন্তানের জন্ম হলেও পরে মারা যায়। ঝোঁটন মিয়া কাজ না করায় প্রায় পারিবারিক কলহ লেগেই থাকত তাঁদের। একাধিকবার শ্বশুর বাড়ি থেকে চলে আসলেও পারিবারিকভাবে মীমাংসাও হয় তাঁদের।

স্থানীয়রা আরও জানান, বৃহস্পতিবার রাতে ঝোঁটন গভীর রাতে বাড়ি ফিরলে দরজা খোলেনি মাজেদা। পরে ঝোঁটন অন্য কক্ষে গিয়ে ঘুমিয়ে যান। সকালে পরিবারের সদস্যরা মাজেদার নিথর দেহ বসত ঘরের আড়ার সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার থানায় নিয়ে যায়। এ প্রতিবেদন লেখা (সন্ধ্যা ৬টা) পর্যন্ত মরদেহ থানা হেফাজতে রয়েছে।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার আবেদন করেছে। মরদেহ হস্তান্তরের আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা, বয়কট মুক্তিযোদ্ধাদের

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই লাপাত্তা

মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, প্রতিকার চাইলেন পুলিশ সুপারের কাছে

কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি, চার ভাটাকে জরিমানা

মোহনগঞ্জে এক গ্রাম থেকে তিন এমপি প্রার্থী

উদীচী ট্র্যাজেডি দিবসে ৩ মিনিট স্তব্ধ নেত্রকোনা

কৃষকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে, তদন্তে কমিটি

সহকারী শিক্ষকেরা কর্মবিরতিতে: একাই ৪৫০ শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক

সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ২ জনের কারাদণ্ড

নেত্রকোনায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, ফের সংঘাতের আশঙ্কা