হোম > সারা দেশ > নেত্রকোণা

পাহাড় দেখতে গিয়ে মোটরসাইকেল উল্টে নিহত ৩

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকায় পাহাড় দেখতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে তিন যুবক নিহত হয়েছেন।
 
আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার লেংগুড়া ইউনিয়নের চেংগী বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা কুমিল্লাপাড়া গ্রামের কবির মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৩), আমতলা গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে হালিম হোসেন (১৮) এবং হাটশিরা শিবনগর গ্রামের মজিবুর রহমানের ছেলে নবী হোসেন (৩৫)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে সীমান্তে পাহাড় দেখতে মোটরসাইকেলে করে বের হন ওই তিনজন। উপজেলার নাজিরপুর থেকে চেংগী সীমান্তে যাওয়ার পথে চেংগী বাজারের কাছে তাঁদের মোটরসাইকেলের সামনের চাকা পাংচার হয়ে যায়। এ সময় দ্রুত গতিতে থাকা মোটরসাইকেলটি পাশে উল্টে পড়ে। 

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা ওই তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কলমাকান্দা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্ত্যবরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

কলমাকান্দা স্বাস্থ কমপ্লেক্সের চিকিৎসক সৌরভ ঘোষ বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।’ 

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই লাপাত্তা

মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, প্রতিকার চাইলেন পুলিশ সুপারের কাছে

কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি, চার ভাটাকে জরিমানা

মোহনগঞ্জে এক গ্রাম থেকে তিন এমপি প্রার্থী

উদীচী ট্র্যাজেডি দিবসে ৩ মিনিট স্তব্ধ নেত্রকোনা

কৃষকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে, তদন্তে কমিটি

সহকারী শিক্ষকেরা কর্মবিরতিতে: একাই ৪৫০ শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক

সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ২ জনের কারাদণ্ড

নেত্রকোনায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, ফের সংঘাতের আশঙ্কা

নেত্রকোনার আটপাড়ায় দুই গ্রামের সংঘর্ষে বহু আহত