বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, ‘খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে তিলে তিলে মারা হচ্ছে। সরকার জানে, খালেদা জিয়া মুক্তি পেলে এক মিনিটও ক্ষমতায় থাকতে পারবে না।’
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার নেত্রকোনা শহরের বনুয়াপাড়া এলাকায় বিএনপির এক সমাবেশে তিনি এসব কথা বলেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
অ্যাডভোকেট আজম খান বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। গায়েবি মামলা দিয়ে বিএনপি নেতা–কর্মীদের হয়রানি, আর সাজা দেওয়া হচ্ছে। ৬০ লাখ নেতা–কর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।’
জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক, বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জমান দুদু, সাবেক সম্পাদক আবু তাহের তালুকদার, অ্যাডভোকেট মাহফুজুল হক প্রমুখ।