হোম > সারা দেশ > নেত্রকোণা

ঘরে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, এতিম হলো দুই শিশু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় ঘরের ভেতর স্টিলের আলমারি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১টার দিকে উপজেলার কৈলাটী ইউনিয়নের বিষমপুর গ্রামের কান্দারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন উপজেলার কৈলাটী ইউনিয়নের বিষমপুর গ্রামের কান্দারবাড়ীর মো. সাইদুল ইসলাম (৩০) এবং তাঁর স্ত্রী আফছানা আক্তার (২৫)। তাঁদের ১০ বছর বয়সী একটি ছেলে ও ৫ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। 

ঘটনাস্থলে থাকা কৈলাটী ইউনিয়নের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন সন্ধ্যা ৬টার দিকে জানান, ঘরের ভেতরে থাকা একটি স্টিলের আলমারি স্বামী-স্ত্রী মিলে অন্য জায়গায় সরিয়ে নিচ্ছিলেন। এ সময় পেছনে থাকা বিদ্যুতের তার ছিঁড়ে আলমারির ওপর পড়লে দুজনই বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন আসে। 

চেয়ারম্যান বলেন, ‘এটি যেহেতু একটি দুর্ঘটনা, তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার ব্যবস্থা করা হবে। এরই মধ্যে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।’ 

সাইদুলের বাবা তাজুল ইসলাম বলেন, ‘আমি গোসল করে জোহরের নামাজ পড়ে খাওয়াদাওয়া করে সাইদুলের সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখি দুজনই নিথর হয়ে পড়ে আছে। পরে চিৎকার দিলে প্রতিবেশীরা দৌড়ে আসে। ততক্ষণে তারা মারা গেছে।’ 

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম এ তথ্য নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ, উদ্যোক্তার স্বামী কারাগারে

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির অভিযোগ, ইউপি উদ্যোক্তার স্বামী গ্রেপ্তার

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার