হোম > সারা দেশ > নেত্রকোণা

১০ দিন আগে নিখোঁজ যুবকের অর্ধগলিত লাশ সেতুর নিচে

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর মোমেন মিয়া (৪০) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে সদর উপজেলার নেত্রকোনা-মদন সড়কের সাইঢুলী নদীর সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

মোমেন মিয়া সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের বায়রাউড়া গ্রামের মৃত আবদুল হকের ছেলে। ঈদের আগে গত ১৯ এপ্রিল রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক এ তথ্য জানিয়েছেন। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার বায়রাউড়া গ্রামের মোমেন মিয়া ঈদের আগে গত ১৯ এপ্রিল রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের লোকজন আত্মীয়স্বজন ও এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। গতকাল রোববার বিকেলে নেত্রকোনা-মদন সড়কের সাইঢুলী নদীর সেতুর নিচে লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নেত্রকোনা মডেল থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশ অর্ধগলিত থাকায় শরীরে আঘাতের চিহ্ন আছে কিনা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।’

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ, উদ্যোক্তার স্বামী কারাগারে