হোম > সারা দেশ > নেত্রকোণা

হাজং ছাত্র সংগঠনের নতুন কমিটি গঠন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

নতুন সভাপতি অন্তর হাজং ও সাধারণ সম্পাদক শ্রীবন হাজং অক্ষয়।

নেত্রকোনার দুর্গাপুরে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের (বাহাছাস) নবম জাতীয় সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। শুক্রবার (১৩ জুন) রাতে বিরিশিরি কালচারাল একাডেমি হলরুমে অনুষ্ঠিত সম্মেলনের শেষ পর্বে কাউন্সিল অধিবেশনে অন্তর হাজংকে সভাপতি এবং শ্রীবন হাজং অক্ষয়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

দিনব্যাপী এই দ্বিবার্ষিক সম্মেলনের সূচনা হয় সকালেই। উদ্বোধন করেন হাজং জাতিসত্তার বিশিষ্ট লেখক ও গবেষক মতিলাল হাজং। সম্মেলনের প্রতিপাদ্য ছিল, ‘কালজয়ী সংগ্রামী ঐতিহ্যই আমাদের একবিংশ শতাব্দীর প্রেরণা’।

আলোচনা পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি জিতেন্দ্র হাজং। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আশীষ হাজং ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রিজম হাজং। স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অন্তর হাজং। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।

এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শরদিন্দু সরকার স্বপন হাজং, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং ও সাধারণ সম্পাদক নয়ন হাজং, হাজং যুব সংগঠনের সভাপতি বিপুল হাজং, নারী নেত্রী সন্ধ্যা রানী হাজং ও শেফালী হাজং, হাজং নেতা পিযুষ কান্তি হাজং এবং রিপন চন্দ্র বানাই।

বিকেলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজং শিল্পীরা নিজেদের সংস্কৃতি তুলে ধরে নৃত্য ও সংগীত পরিবেশন করেন।

রাতের কাউন্সিল অধিবেশনে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে সর্বসম্মতিক্রমে ৫১ সদস্যের মধ্যে আংশিক কমিটি ঘোষণা করা হয়। বাকি সদস্যদের নাম আগামী ১৫ দিনের মধ্যে প্রকাশ করা হবে।

ঘোষিত আংশিক কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি: প্রিজম হাজং, পূঁজা হাজং ঋতু, বাঁধন হাজং

সহসাধারণ সম্পাদক: দিপা রানী হাজং নীলা, মামুন হাজং

সাংগঠনিক সম্পাদক: যুগান্তর হাজং শতাব্দী, কিশোর হাজং, দীপ হাজং

দপ্তর সম্পাদক: নিউটন হাজং

সহদপ্তর সম্পাদক: প্রান্ত হাজং, বিজয় কৃষ্ণ হাজং

সাংস্কৃতিক সম্পাদক: স্বপ্নীল হাজং পৃথী

সহসাংস্কৃতিক সম্পাদক: পৌষী হাজং পূজা

নবনির্বাচিত সভাপতি অন্তর হাজং বলেন, ‘হাজং জনগোষ্ঠীর শিক্ষার্থীদের অধিকার ঐক্য এবং সাংস্কৃতিক চেতনা বৃদ্ধির লক্ষ্যে নতুন কমিটি কাজ করবে।’

কৃষকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে, তদন্তে কমিটি

সহকারী শিক্ষকেরা কর্মবিরতিতে: একাই ৪৫০ শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক

সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ২ জনের কারাদণ্ড

নেত্রকোনায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, ফের সংঘাতের আশঙ্কা

নেত্রকোনার আটপাড়ায় দুই গ্রামের সংঘর্ষে বহু আহত

নেত্রকোনায় আগুনে পুড়ল ২৫ দোকান, আহত ১

নেই কোনো কর্মকর্তা, নেত্রকোনায় পিয়ন দিয়ে চলে শিক্ষা কার্যালয়

বিএনপি ও জামায়াত দুই দলেরই নেতা বেলায়েত

নেত্রকোনায় হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু