নেত্রকোনার দুর্গাপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আহম্মদ আলীকে (৬৫) ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ও র্যাব সদস্যরা। আহম্মদ আলী উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের বাসিন্দা।
মামলা ও থানা সূত্রে জানা গেছে, দুর্গাপুর থানায় ২০০৫ সালের একটি হত্যা মামলা হওয়ার পর থেকেই তিনি দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন ছিলেন। ২০০৫ সাল থেকে এ পর্যন্ত তিনি পলাতক ছিলেন।
দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘তেজগাঁও শিল্প এলাকায় আহম্মদ আলীর আত্মগোপনের সন্ধ্যান পায় পুলিশ। এরপর থানা পুলিশের একটি দল র্যাব-৩ এর সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করে।