নেত্রকোনার কেন্দুয়ায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। তাঁর নাম সুফিয়া আক্তার (৫৫)। এ ঘটনায় তাঁর স্বামীসহ দুজন আহত হয়েছেন।
আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের ভাঙ্গানীয়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সুফিয়া আক্তার উপজেলার উলুয়াটি গ্রামের আব্দুল মালেকের স্ত্রী। আহতরা হলেন নিহত সুফিয়ার স্বামী আব্দুল মালেক (৫৮) ও সাউদপাড়া গ্রামের মোখলেছ মিয়ার স্ত্রী নাছিমা আক্তার (৩৬)।
আহতের মধ্যে সুফিয়া আক্তার ও আব্দুল মালেক অটোরিকশার যাত্রী ছিলেন। অপর নারী নাছিমা আক্তার মোটরসাইকেলের যাত্রী ছিলেন।
স্বজনদের বরাতে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে অটোরিকশায় গাজীপুর থেকে সুফিয়া ও আব্দুল মালেক কেন্দুয়ায় নিজের বাড়ি ফিরছিলেন। অপর দিকে মোখলেছ মিয়া তাঁর স্ত্রী নাছিমাকে নিয়ে আঠারবাড়ির দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন।
আজ সকালে কেন্দুয়া উপজেলার ভাঙ্গানীয়া মোড় এলাকায় পৌঁছালে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় সুফিয়া, মালেক ও নাছিমাকে স্থানীয়রা উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে সুফিয়া মারা যান। গুরুতর আহত নাছিমার অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।