হোম > সারা দেশ > নেত্রকোণা

বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে শ্রী প্রসেনজিৎ চন্দ্র দাস (১৪) নামের এক মানসিক ভারসাম্যহীন কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার স্বল্পদশাল এলাকায় ময়মনসিংহগামী লোকাল ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। 

প্রসেনজিৎ মোহনগঞ্জ উপজেলার বড়তলী গ্রামের পরেশ চন্দ্র দাসের ছেলে। তাঁর মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফজলুর রহমান। 

পরিবারের বরাত দিয়ে এএসআই ফজলুর রহমান জানান, গতকাল বোনের বাড়ি বারহাট্টার স্বল্পদশালে যাওয়ার জন্য মোহনগঞ্জ স্টেশনে ময়মনসিংহগামী লোকাল ট্রেনে চড়ে প্রসেনজিৎ। এটাই তার প্রথম ট্রেনযাত্রা। এর আগে ট্রেনে চড়েনি সে। বারহাট্টা স্টেশনে না নেমে বোনের বাড়ি এলাকায় এলে চলন্ত ট্রেন থেকে নেমে পড়ে সে। এতে ট্রেনের নিচে পড়ে গিয়ে মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। 

এএসআই ফজলুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাঁরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যেতে চাইছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

নিহত প্রসেনজিতের বাবা পরেশ চন্দ্র বলেন, ‘প্রসেনজিৎ মানসিক ভারসাম্যহীন ছিল। এটা তার জীবনে প্রথম ট্রেনযাত্রা ছিল।’

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোনায় ২১০০টি ইয়াবাসহ আটক ২

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা, বয়কট মুক্তিযোদ্ধাদের

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই লাপাত্তা

মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, প্রতিকার চাইলেন পুলিশ সুপারের কাছে

কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি, চার ভাটাকে জরিমানা