নেত্রকোনার পূর্বধলায় সড়কের পাশে গাছের পাতা কুড়াচ্ছিলেন সমলা খাতুন (৫৫) নামের এক নারী। এ সময় সড়ক দিয়ে যাওয়া বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ওই নারীর ওপর পড়লে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার জারিয়া-বিরিশিরি সড়কের পাবই দাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করে থানায় নিয়েছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন। নিহত সমলা খাতুন উপজেলার পাবই দাসপাড়া গ্রামের আব্দুল হেকিমের স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে জারিয়া-বিরিশিরি সড়কের পাবই দাসপাড়া এলাকায় বাড়ির সামনে গাছের ঝরা পাতা কুড়াচ্ছিলেন সমলা খাতুন। এ সময় বিরিশিরি থেকে ময়মনসিংহগামী একটি বালুবাহী ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সমলার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।