হোম > সারা দেশ > নেত্রকোণা

সুদে টাকা নিয়ে মেম্বারকে ঘুষ দিয়েও সরকারি ঘর পাননি প্রতিবন্ধী নারী

নেত্রকোনা প্রতিনিধি

সরকারি ঘর পাওয়ার আশায় ১০ হাজার টাকা সুদে নিয়ে স্থানীয় মেম্বারকে দেন প্রতিবন্ধী নারী বেদেনা আক্তার। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও ঘর পাননি তিনি। এদিকে সুদের টাকা বেড়ে হয়েছে দ্বিগুণ। এদিকে প্রতিবন্ধী বেদেনা আক্তার অসহায়ত্বের কথা নিয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে সবার।

ভুক্তভোগী প্রতিবন্ধী নারী বেদেনা আক্তার (৫৭) নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের সেহড়াউন্দ গ্রামের মৃত ছলিম উদ্দিনের মেয়ে। আর অভিযুক্ত ব্যক্তি কলমাকান্দার কৈলাটি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মেম্বার আল আমিন। 

স্থানীয়রা জানান, বেদেনা আক্তার জন্মগতভাবেই একজন শারীরিক প্রতিবন্ধী। স্ট্রেচারে ভর করে চলাফেরা করেন। বিয়ে না হওয়ায় বাবার দেওয়া এক শতক ভিটে ছাড়া আর কিছুই নেই তাঁর। ভাইয়ের ঘরে বসবাস করেন। মানুষের সাহায্যে দিন চলে তাঁর। শেষ বয়সে সরকারি একটি ঘরের আশায় স্থানীয় ইউপি সদস্য আল আমিনের দ্বারস্থ হন। কিন্তু আল আমিন ১০ হাজার টাকা দাবি করেন। পরে ঘর পাওয়ার আশায় সুদে ১০ হাজার টাকা নিয়ে মেম্বারকে দেন বেদেনা। কিন্তু দুই বছর পার হলেও ঘর পাননি তিনি। এত দিনে সুদের টাকা দ্বিগুণ হয়েছে। এ ঘটনায় মেম্বার আল আমিনের শাস্তি দাবি করেন স্থানীরা। 

ভুক্তভোগী মোছা. বেদেনা আক্তার জানান, অনেক কষ্ট করে চলেন তিনি। একটা সরকারি ঘরের আশায় মেম্বারের কাছে যান। মেম্বার বলেন-‘‘বিনা টাকায় ঘর পাওয়া যায় না।’ ’ ঘরের জন্য ১০ হাজার টাকা দাবি করেন। পরে ১০ হাজার টাকা সুদে এনে দেন তিনি। কিন্তু আজ-কাল বলে ঘুরাতে থাকেন মেম্বার। দুই বছর পার হলেও ঘর পাননি তিনি। 

অবশেষে বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানান বেদেনা আক্তার। বিষয়টি জেনে তিনি মেম্বারকে বকাঝকা করেন। পরে কয়েক দিন আগে মেম্বার আট হাজার টাকা ফেরত দেন তাঁকে। তবে তাঁকে আসল দুই হাজার ও সুদের টাকা ফেরত পাননি। এ ঘটনায় মেম্বারের শাস্তি দাবি করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য আল আমিন বলেন, ‘ঘর দেওয়া বা টাকা নেওয়ার বিষয়ে আমি কিছুই জানি না। আমার মান সম্মান নষ্ট করার জন্য প্রতিপক্ষের লোকজন বেদেনাকে দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করিয়েছে।’ 

কৈলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বলেন, ‘বেদেনা আক্তারের অভিযোগটি সত্য। এ বিষয়ে অভিযুক্ত মেম্বারকে শাসিয়েছি।’

কলমাকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম বলেন, বেদেনা আক্তারের বিষয়টি অবগত হয়েছি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ, উদ্যোক্তার স্বামী কারাগারে

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির অভিযোগ, ইউপি উদ্যোক্তার স্বামী গ্রেপ্তার

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার