হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে যুবকের হাতে ব্যবসায়ী নিহত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় চুরি করতে আসা এক যুবকের হাতে হেকমত আলী (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল রবিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে দুর্গাপুর ইউনিয়নের মধ্যমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা চুরি করতে এসে লাঠি দিয়ে আঘাত করেছে যুবক। 

স্থানীয়রা ধারণা, ‘লাঠি দিয়ে মাথায় আঘাত ও গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। 

অভিযুক্ত যুবক মাসুদ মিয়া (২০) উপজেলার চকলেংগুরা এলাকার জালাল উদ্দিনের ছেলে।

নিহত হেকমত আলী উপজেলার সদর ইউনিয়নের মধ্যম বাগান এলাকার মৃত মেহের আলীর ছেলে। তিনি মুদি দোকানি ও ডিজেল ব্যবসায়ী ছিলেন। 

এ বিষয়ে নিহতের ছেলে মাহবুব জানান, মাসুদ নামে এক ছেলে দোকানে ঢুকে বাবাকে মেরে ফেলেছে। মাসুদ দোকানে এসে হয়তোবা টাকা-পয়সা লুট করতে চেয়েছিল। ঘুম ভেঙে যাওয়ায় বাবাকে প্লাস্টিকের দড়ি দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বাবার মাথার পেছনে একটা আঘাতের চিহ্ন দেখা গেছে। হয়তো লাঠি দিয়ে মাথার পেছনে আঘাত করেছে। 

স্থানীয় ইউপি সদস্য হজরত আলী জানান, নিহত হেকমত আলী সারা দিন ব্যবসার কাজ পরিচালনা করে রাতে দোকানেই থাকতেন। এ ছাড়া রাতে কেউ ডিজেল কিনতে আসলে তা বিক্রি করতেন। গতকাল রবিবার দিবাগত রাতে শাহীন ডিজেল কেনার জন্য হেকমত আলীর দোকানের দরজায় কড়া নাড়েন। সাড়াশব্দ না পেয়ে শাহীন দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতেই মাসুদ তাকে আঘাত করে পালিয়ে যান। শাহীনের চিৎকারে স্থানীয়রা এসে ঘটনাস্থল থেকে হেকমত আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরি করতে এসে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত মাসুদকে ধরতে পুলিশ চেষ্টা করছে। 

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ, উদ্যোক্তার স্বামী কারাগারে

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির অভিযোগ, ইউপি উদ্যোক্তার স্বামী গ্রেপ্তার

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার